দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার রঘুদেবপুরে কলেজ ছাত্রীকে বিষ খাইয়ে খুনের অভিযোগে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। মৃত ছাত্রীর নাম চন্দ্রানি নস্কর, তিনি ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। এই ঘটনার জেরে উত্তেজিত জনতা অভিযুক্ত যুবক বিশাল নস্করের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে।
ঘটনার প্রেক্ষাপট: পরিবারের অভিযোগ, প্রতিবেশী যুবক বিশাল নস্কর দীর্ঘদিন ধরে চন্দ্রানিকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল। তরুণী রাজি না হওয়ায় তাঁকে রাস্তাঘাটে উত্যক্ত করা শুরু করে সে। গত ২৫ নভেম্বর কম্পিউটার ক্লাস থেকে ফেরার পথে বিশাল জোর করে চন্দ্রানিকে পানীয়র সঙ্গে কীটনাশক খাইয়ে দেয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বাঙুর হাসপাতালে ভর্তি করা হলেও, দীর্ঘ এক মাস লড়াইয়ের পর জীবনাবসান হয় তাঁর।
এলাকায় উত্তেজনা: ছাত্রীর মৃত্যুর খবর ছড়াতেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বর্তমানে বিশাল ও তাঁর পরিবার পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দু’জনকে আটক করা হয়েছে।