পুরুলিয়ার হোটেল-রেস্তোরাঁয় ‘অগ্নিপরীক্ষা’! টাস্ক ফোর্সের হানায় ফাঁস অগ্নিনির্বাপণ ব্যবস্থার কঙ্কালসার দশা

শীতের মরসুমে পর্যটকদের ভিড় বাড়তেই পুরুলিয়া শহরের হোটেল ও রেস্তোরাঁগুলোর নিরাপত্তা খতিয়ে দেখতে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। মঙ্গলবার পুরুলিয়া টাস্ক ফোর্স ও দমকল বিভাগ যৌথভাবে শহরের বিভিন্ন হোটেল, রুফটপ রেস্তোরাঁ এবং বহুতল আবাসনগুলোতে আকস্মিক অভিযান চালায়। আর এই অভিযানেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য—শহরের অধিকাংশ হোটেলেই ন্যূনতম অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই।

অভিযান চলাকালীন আধিকারিকরা খতিয়ে দেখেন, আগুন লাগলে তা নেভানোর জন্য প্রয়োজনীয় জলের উৎস বা ‘ফায়ার এক্সটিংগুইশার’ মজুত আছে কিনা। এমনকি আপৎকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের দ্রুত বেরিয়ে যাওয়ার জন্য বিকল্প কোনো সিঁড়ি বা রাস্তার ব্যবস্থা অধিকাংশ জায়গাতেই মেলেনি। দমকল সূত্রে খবর, বেশিরভাগ হোটেলেরই বৈধ অনুমোদন বা ‘ফায়ার এনওসি’ নিয়ে প্রশ্ন রয়েছে।

টাস্ক ফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সমস্ত হোটেলে ত্রুটি মিলেছে তাদের তালিকা তৈরি করা হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পরিকাঠামো ঠিক করার জন্য কড়া নোটিস ধরানো হয়েছে। আধিকারিকরা হুঁশিয়ারি দিয়েছেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত না করলে হোটেলগুলো সিল করে দেওয়া বা আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, হোটেল মালিকরা জানিয়েছেন, দ্রুত সরকারি নির্দেশিকা মেনে ব্যবস্থা গ্রহণ করবেন তারা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy