প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর অঙ্গীকার নিয়ে পুরুলিয়ায় আয়োজিত হলো এক বিশাল এনসিসি (NCC) ক্যাম্প। ৫১ বেঙ্গল ব্যাটেলিয়ানের উদ্যোগে গত ১৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ ক্যাম্পটি চলল ৩০ ডিসেম্বর পর্যন্ত। ভারতের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
১২ দিনের এই শিবিরে পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪০০-র বেশি এনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। শিবিরের মূল আকর্ষণ ছিল বিভিন্ন রাজ্যের ভাষা, শিল্পকলা এবং ঐতিহ্যের আদান-প্রদান। সংস্কৃতির পাশাপাশি ক্যাডেটদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ভলিবল, ব্যাডমিন্টনের মতো ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়। প্রতিদিন সন্ধ্যায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ফুটে ওঠে ভারতের অখণ্ডতার ছবি।
এনসিসি ডিরেক্টরেট মেজর জেনারেল এপি এস চাহাল এই উদ্যোগের প্রশংসা করে জানান, “এই ক্যাম্পে বিভিন্ন ধর্ম ও ভাষাভাষী ক্যাডেটদের সমাগম হয়েছিল। এতে এক ভারত ও শ্রেষ্ঠ ভারতের বার্তা সফলভাবে সকলের মধ্যে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।” অংশগ্রহণকারী ক্যাডেটরাও দারুণ খুশি। তাঁদের মতে, এই ১২ দিনে তাঁরা অন্য রাজ্যের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে যেমন জেনেছেন, তেমনই তাঁদের মধ্যে গড়ে উঠেছে গভীর বন্ধুত্ব ও নেতৃত্বের গুণাবলি। মূলত তরুণ প্রজন্মের মধ্যে জাতীয় সংহতির ভিত মজবুত করতেই এই প্রকল্পের সূচনা হয়েছিল ২০১৫ সালে, যার এক সার্থক প্রতিফলন দেখা গেল পুরুলিয়ার এই ক্যাম্পে।