কলকাতা পৌরনিগমের মাসিক অধিবেশন বৃহস্পতিবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিল। মেয়র ফিরহাদ হাকিম ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষের তীব্র সংঘাতকে কেন্দ্র করে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, হাতাহাতির উপক্রম তৈরি হয়। শাসক ও বিরোধী শিবিরের নজিরবিহীন এই সংঘাতের জেরে দীর্ঘক্ষণ অচল হয়ে থাকে কর্পোরেশনের কাজকর্ম।
ঘটনার সূত্রপাত মেয়রের একটি মন্তব্যকে কেন্দ্র করে। ফিরহাদ হাকিম দাবি করেন, দেশের স্বাধীনতা সংগ্রামে বিজেপির কোনও ভূমিকা নেই। পাল্টা দিতে গিয়ে সজল ঘোষ মেয়রের পুরনো ‘মিনি পাকিস্তান’ মন্তব্য টেনে আনেন এবং ‘কাটমানি’ ইস্যুতে তোপ দাগেন। পাল্টাপাল্টি আক্রমণে মেজাজ হারান দু’জনেই। ফিরহাদ হাকিম মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির উদাহরণ টেনে বিজেপিকে দুর্নীতির দায়ে বিঁধলে পরিস্থিতি চরম আকার নেয়। বিজেপি কাউন্সিলররা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তেজনা এতটাই বাড়ে যে তৃণমূল কাউন্সিলররা নিরাপত্তা বেষ্টনী তৈরি করে মেয়রকে ঘিরে ধরেন। বিরোধীদের দাবি, সত্য গোপন করতেই তাঁদের মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে; অন্যদিকে শাসকদলের দাবি, বিজেপি সভার গরিমা নষ্ট করছে।