পুণ্যার্থীদের জন্য মেগা উপহার! মুড়িগঙ্গার ওপর ৪ কিমি দীর্ঘ সেতু, কবে উদ্বোধন? জানুন বিস্তারিত

আসন্ন গঙ্গাসাগর মেলা ও পুণ্যস্নানের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ৫ জানুয়ারি সাগর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরকে ঘিরে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা, কারণ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুড়িগঙ্গা নদীর ওপর বহুকাঙ্ক্ষিত ‘গঙ্গাসাগর সেতু’-র শিলান্যাস করতে চলেছেন তিনি। কেন্দ্র থেকে কোনো আর্থিক সাহায্য না পেলেও, সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব অর্থায়নে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে এই ৪ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মিত হতে চলেছে। আগামী ৪ বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যা সম্পন্ন হলে পুণ্যার্থীদের আর ভেসেলের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না।

সূত্রের খবর, ৫ জানুয়ারি সাগরে পৌঁছে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এরপর ৬ জানুয়ারি তাঁর কলকাতায় ফেরার কথা। এবছর কুম্ভমেলা না থাকায় গঙ্গাসাগরে গতবারের তুলনায় রেকর্ড ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। ১০ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত চলা এই মেলার মূল পুণ্যস্নান হবে ১৪ জানুয়ারি পৌষ সংক্রান্তিতে। ভিড় সামলাতে ১৫ হাজার পুলিশ কর্মী ও সাড়ে ৩ হাজার প্রশিক্ষিত ভলান্টিয়ার মোতায়েন করা হচ্ছে।

পুণ্যার্থীদের সুরক্ষায় ড্রোন ও সিসিটিভির মাধ্যমে দিন-রাত নজরদারি চলবে। এছাড়া প্রত্যেকের জন্য বিমা, কিউআর কোড যুক্ত রিস্ট ব্যান্ড ও আইডি কার্ডের ব্যবস্থা থাকছে। যাতায়াতের জন্য থাকছে আড়াই হাজার বাস, ২৫০টি লঞ্চ এবং আপদকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স। সামগ্রিক তদারকির দায়িত্বে থাকছেন ববি হাকিম, অরূপ বিশ্বাস ও সুজিত বসুর মতো একঝাঁক হেভিওয়েট মন্ত্রী।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy