পাহাড়ে ৩১৩ জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর ফলে বড়সড় স্বস্তি পেলেন চাকরি হারানো ওই শিক্ষকরা। সম্প্রতি কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ দুর্নীতির অভিযোগে এই ৩১৩ জন শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিল। সেই রায়কেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারারা।
মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। আদালত জানিয়েছে, এখনই এই শিক্ষকদের চাকরি থেকে বরখাস্ত করা যাবে না। পাহাড়ের এই শিক্ষক নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল, যেখানে সিঙ্গল বেঞ্চ কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছিল। তবে ডিভিশন বেঞ্চের এই স্থগিতাদেশের ফলে আইনি লড়াই এখন এক নতুন দিকে মোড় নিল।