পাকিস্তানের ক্ষমতার শীর্ষে আসিম মুনির! সেনা প্রধান থেকে দেশের প্রথম ‘চিফ অব ডিফেন্স ফোর্স’ পদে নিয়োগ

পাকিস্তানের রাজনীতি এবং সামরিক ক্ষমতার কেন্দ্রে এখন ফিল্ড মার্শাল আসিম মুনির। দেশের প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারি সংবিধান সংশোধন করে তৈরি করা নতুন পদ চিফ অব ডিফেন্স ফোর্স (CDF)-এ বর্তমান সেনা প্রধান আসিম মুনিরকে নিয়োগ করেছেন। কার্যত এই পদের দৌলতে আসিম মুনির দেশকে হাতের মুঠোয় নিয়ে এসেছেন এবং আজীবন সুরক্ষা পাবেন।

নতুন পদের গুরুত্ব ও মেয়াদ:

নিয়োগকর্তা: প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারি।

মনোনয়ন: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অবশেষে তাঁর নাম মনোনীত করেছেন।

মেয়াদ: আসিম মুনির আগামী পাঁচ বছরের জন্য এই পদে বহাল থাকবেন। সে দেশের আইনমন্ত্রী জানিয়েছেন, এই মেয়াদ শেষে পদটি অবলুপ্ত করে দেওয়া হতে পারে।

প্রধানমন্ত্রীর টালবাহানা: সংবিধানে পরিবর্তন আসার পর থেকেই জল্পনা ছিল যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সেনা প্রধান আসিম মুনিরের হাতে যাবতীয় ক্ষমতা ছাড়তে চাইছিলেন না। গত ২৯ নভেম্বরই মুনিরকে CDF পদে মনোনীত করার কথা ছিল, কিন্তু সেই সিদ্ধান্ত নিতে টালবাহানা করে শেহবাজ তড়িঘড়ি বাহরিন ও পরে লন্ডন সফরে চলে যান। অবশেষে চাপের মুখে সেই নাম মনোনয়ন করলেন।

সাংবিধানিক পরিবর্তন ও সামরিক পদমর্যাদা:

CDF পদ সৃষ্টি: গত মাসেই পাকিস্তানের সংবিধানে ২৭তম সংশোধন করে চিফ অব ডিফেন্স ফোর্স পদটি তৈরি করা হয়। সরকারের তরফে জানানো হয়েছিল, দেশের সকল সামরিক বাহিনীর মধ্যে আরও ভালো সমন্বয় (Coordination) তৈরির জন্যই এই পদ তৈরি করা হয়েছে।

ফিল্ড মার্শাল: এই বছরই আসিম মুনির জেনারেল পদ থেকে ফিল্ড মার্শাল পদে উন্নীত হন। জেনারেল আয়ুব খানের পর তিনিই দ্বিতীয় সেনা প্রধান, যিনি এই সর্বোচ্চ পদমর্যাদা লাভ করলেন।

অন্যান্য সামরিক পদে পরিবর্তন: আসিম মুনিরকে নতুন পদ দেওয়ার পাশাপাশি এয়ার চিফ মার্শাল জ়াহির আহমেদ বাবর সিধুর পদের মেয়াদও দুই বছর বাড়ানো হয়েছে। এই বর্ধিত মেয়াদ ২০২৬ সালের ১৯ মার্চ থেকে কার্যকর হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy