বড়দিনের আমেজ আর বছরের শেষ রবিবারের পর্যটকদের ভিড়—এই দুইয়ের মাঝে আগামী ২৮ ডিসেম্বর (রবিবার) আয়োজিত হতে চলেছে পিএসসি ক্লার্কশিপ (পার্ট-২) পরীক্ষা। পরীক্ষার্থীদের যাতায়াত সুগম করতে এবং শহরের পরিবহণ ব্যবস্থার ওপর বাড়তি চাপ কমাতে বিশেষ মেট্রো পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ওই দিন ব্লু লাইন এবং গ্রিন লাইনে স্বাভাবিকের তুলনায় অনেক আগে থেকেই মিলবে পরিষেবা।
ব্লু লাইনের সময়সূচী ও পরিষেবা: সাধারণত রবিবারে ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হলেও, আগামী ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকেই ট্রেন চলাচল শুরু হবে। দক্ষিণেশ্বর, নোয়াপাড়া এবং শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে প্রথম মেট্রো মিলবে ঠিক সকাল ৮টায়। ওই দিন ১৩০টির পরিবর্তে মোট ১৬৮টি (৮৪টি আপ ও ৮৪টি ডাউন) ট্রেন চালানো হবে। বিকেল ৩টে ২০ থেকে সন্ধ্যা ৭টা ২০ পর্যন্ত ট্রেনের ব্যবধান ১০ মিনিট থেকে কমিয়ে ৮ মিনিট করা হয়েছে।
গ্রিন লাইনের বিশেষ ব্যবস্থা: গ্রিন লাইনেও (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ) সকাল ৮টা থেকে পরিষেবা শুরু হবে। হাওড়া ময়দান থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৮টায় এবং সেক্টর ফাইভ থেকে সকাল ৮টা ০২ মিনিটে। ১০৮টির বদলে ওই দিন ১৩১টি পরিষেবা পাওয়া যাবে। বিকেল ৪টে থেকে রাত ৮টা ৩০ পর্যন্ত ট্রেনের ব্যবধান হবে মাত্র ১০ মিনিট।
মনে রাখার মতো তথ্য:
শেষ মেট্রো: ব্লু ও গ্রিন লাইনে শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।
পার্পল ও অরেঞ্জ লাইন: এই দুই লাইনে রবিবার কোনও মেট্রো চলবে না।
ইয়েলো লাইন: পরিষেবা স্বাভাবিক থাকবে।
মেট্রো কর্তৃপক্ষের মতে, উৎসবের মরসুমে যাত্রী নিরাপত্তা ও ভিড় সামাল দিতে গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে অতিরিক্ত কর্মী ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে পৌঁছাতে এই আগাম ব্যবস্থা বড়সড় স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে।