হুগলি জেলার বৈদ্যবাটির এক স্কুল পড়ুয়ার নিখোঁজ হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গত শনিবার স্কুলে পরীক্ষা দিতে গিয়ে আর বাড়ি ফেরেনি সপ্তম শ্রেণির ছাত্র শিব মান্না। তিন দিন পেরিয়ে গেলেও পুত্রের কোনও খোঁজ না পাওয়ায় শোকে ভেঙে পড়েছে শেওড়াফুলির গড়বাগানের মান্না পরিবার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শিব মান্না বৈদ্যবাটির বনমালী মুখার্জি ইনস্টিটিউশনের সপ্তম শ্রেণির ছাত্র। গত শনিবার তার স্কুলে শারীর শিক্ষার পরীক্ষা ছিল। সেই পরীক্ষা দিতেই স্কুলে গিয়েছিল সে। কিন্তু আধ ঘণ্টার সেই পরীক্ষা শেষ হওয়ার কিছু আগেই সে খাতা জমা দিয়ে বেরিয়ে যায়। এরপর সে আর গড়বাগানের বাড়িতে ফেরেনি।
নিখোঁজ হওয়ার পর তিন দিন কেটে যাওয়ায় শিবের বাবা-মা দুশ্চিন্তায় কান্নায় ভেঙে পড়েছেন। ইতিমধ্যেই পুত্রের সন্ধানে তাঁরা শেওড়াফুলি থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন। স্কুলের গেট থেকে বেরিয়ে ছাত্রটি কোথায় গেল, কেনই বা সে পরীক্ষা শেষ হওয়ার আগেই বেরিয়ে গেল, তা নিয়েই এখন ধোঁয়াশা তৈরি হয়েছে। দ্রুত সন্তানের সন্ধান পেতে আকুতি জানিয়েছেন মান্না পরিবারের সদস্যরা।