নৃশংস জাফরাবাদ হত্যাকাণ্ডে ঐতিহাসিক রায়! বাবা-ছেলেকে খুনের দায়ে ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের জাফরাবাদ গ্রামে বাবা ও ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনায় দীর্ঘ প্রতীক্ষিত রায় ঘোষণা করল জঙ্গিপুর মহকুমা আদালত। ঘটনার মাত্র আট মাসের মধ্যে ১৩ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালেন বিচারক। সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছে হযরত শেখ, দিলদার নদাব, আসমাউল নদাব-সহ আরও ১০ জন। কারাদণ্ডের পাশাপাশি নিহতের পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।

চলতি বছরের ১২ এপ্রিল ওয়াকফ ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল সামশেরগঞ্জ। সেই অশান্তির আবহেই হরগোবিন্দ দাস (৭০) এবং তাঁর পুত্র চন্দন দাসের (৪০) বাড়িতে ঢুকে তাঁদের কুপিয়ে খুন করে একদল দুষ্কৃতী। রাজ্যজুড়ে আলোড়ন ফেলা এই ঘটনার তদন্তে রাজ্য সরকার একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছিল। সিট দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে চার্জশিট জমা দেওয়ায় রেকর্ড সময়ে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হল।

এদিন রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত চত্বরে ছিল কড়া নিরাপত্তা। যদিও আদালতের এই রায়ে পুরোপুরি খুশি নয় নিহতের পরিবার। তাঁদের দাবি, অপরাধীদের অপরাধের গুরুত্ব বিচার করে ফাঁসির সাজা হওয়া উচিত ছিল। অন্যদিকে, সাজাপ্রাপ্তরা নিজেদের নির্দোষ বলে দাবি করে আদালত থেকে বেরোনোর সময় বিক্ষোভ দেখান। বর্তমানে এলাকায় শান্তি বজায় রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় জওয়ান।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy