পশ্চিমবঙ্গে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করতে এবার এক নজিরবিহীন পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়ার শুনানি পর্বে স্বচ্ছতা বজায় রাখতে প্রায় ৪,০০০ মাইক্রো অবজার্ভার নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ বিষয় হলো, এই পর্যবেক্ষকরা সকলেই হবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী।
শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) ১৬টি কেন্দ্রীয় সরকারি দফতরের প্রতিনিধিদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। সূত্রের খবর, এই তালিকায় রেল, আয়কর বিভাগ, কোল ইন্ডিয়া, ডিভিসি, আরবিআই, এলআইসি, ডাকঘর এবং সেইল-এর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের গ্রুপ-বি বা তার ঊর্ধ্বতন আধিকারিকরা রয়েছেন। শুনানির সময় নথিপত্র যাচাই এবং বুথ স্তরের আধিকারিকদের (BLO) কাজের ওপর কড়া নজরদারি চালাবেন এই মাইক্রো অবজার্ভাররা।
কমিশন সূত্রে জানা গেছে, ২৭ ডিসেম্বর থেকে শুরু হতে চলা শুনানি পর্বে কোনো ধরণের রাজনৈতিক প্রভাব বা ত্রুটি যাতে না থাকে, তা নিশ্চিত করতেই এই কেন্দ্রীয় নজরদারি। মাইক্রো অবজার্ভাররা সরাসরি সিইও এবং ইলেক্টরাল রোল অবজার্ভারদের কাছে রিপোর্ট পেশ করবেন। লোকসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে যখন শাসক-বিরোধী চাপানউতোর তুঙ্গে, তখন কমিশনের এই ‘কেন্দ্রীয় দাওয়াই’ রাজনৈতিক মহলে বড়সড় আলোড়ন সৃষ্টি করেছে।