নর্মদার তীরে বিভীষিকা! রহস্যজনকভাবে মৃত্যু ২০০ টিয়াপাখির, বিষক্রিয়া না কি অন্য কিছু?

মধ্যপ্রদেশের খারগোন জেলায় নর্মদা নদীর তীরে এক মর্মান্তিক দৃশ্য। গত চার দিনে বদওয়াহ এলাকার একটি ব্রিজের কাছে উদ্ধার হয়েছে অন্তত ২০০টি টিয়াপাখির নিথর দেহ। প্রথমে বার্ড ফ্লু-এর আতঙ্ক ছড়ালেও ময়নাতদন্তের রিপোর্ট বলছে অন্য কথা। প্রশাসনের প্রাথমিক অনুমান, তীব্র খাদ্যে বিষক্রিয়ার (Food Poisoning) জেরেই এই গণমৃত্যু।

ঘাতক যখন মানুষের দেওয়া খাবার: ময়নাতদন্তকারী পশু চিকিৎসকদের মতে, মৃত পাখিদের পাকস্থলীতে চাল ও ছোট নুড়িপাথর পাওয়া গিয়েছে। বন দফতরের আধিকারিক টনি শর্মা জানিয়েছেন, ব্রিজে আসা পর্যটকদের দেওয়া রান্না করা খাবার বা অবশিষ্ট অংশ খেয়েই পাখিদের এই দশা হয়েছে। মানুষের অজান্তেই দেওয়া এই খাবার টিয়াদের হজমশক্তির পক্ষে বিষ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় পাখিদের খাওয়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

ইন্দোরে জল-সংকটে মৃত ১৪: অন্যদিকে, মধ্যপ্রদেশের ইন্দোরে দূষিত পানীয় জলের জেরে মৃত্যুমিছিল অব্যাহত। পাইপলাইন ফেটে জল বিষাক্ত হয়ে যাওয়ায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গবেষণাগারের রিপোর্টেও জলের দূষণের প্রমাণ মিলেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy