২০২৪ লোকসভা ভোটের দেড় বছর কাটলেও দেখা নেই এলাকার সাংসদের! এই অভিযোগ তুলে এবার নন্দীগ্রামের মোড়ে মোড়ে প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ‘নিখোঁজ’ পোস্টার পড়ল। দাউদপুর, সামসাবাদ থেকে ভেকুটিয়া—বিজেপির খাসতালুক বলে পরিচিত নন্দীগ্রামের ৪ নম্বর অঞ্চলের বিভিন্ন জায়গায় এই পোস্টার ঘিরে শুরু হয়েছে চরম রাজনৈতিক উত্তেজনা।
পোস্টারে লেখা হয়েছে, “অভিজিৎ গাঙ্গুলি এমপি-কে দেখেছেন? কোনও সহৃদয় ব্যক্তি সন্ধান পাইলে নন্দীগ্রামের জনগণের সহিত যোগাযোগ করুন।” এই পোস্টার পড়ার নেপথ্যে তৃণমূল যেমন বিজেপির অন্তর্দ্বন্দ্বকে দায়ী করেছে, তেমনই বিজেপির পাল্ট দাবি—মমতা বন্দ্যোপাধ্যায়ই নন্দীগ্রামে আসেন না। তৃণমূল নেতা শেখ সামসুল ইসলামের অভিযোগ, ব্রিগেডে প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় বিজেপি সাংসদ সরব হওয়ায় শুভেন্দু অধিকারীর অনুগামীরাই এই পোস্টার দিয়েছেন।
পাল্টা জবাবে বিজেপি মন্ডল সভাপতি সুদীপ দাস তৃণমূলকে ‘দেউলিয়া’ বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, “অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়মিত নন্দীগ্রামে আসেন। বরং ২০২১-এ হারার পর মমতা বন্দ্যোপাধ্যায় একবারও এখানে আসেননি।” সাংসদের নিখোঁজ পোস্টার নিয়ে নন্দীগ্রামের এই রাজনৈতিক চাপানউতোর এখন রাজ্য রাজনীতির হট টপিক।