‘দেশদ্রোহীরা অনুপ্রবেশকারীদের বাঁচাতে মরিয়া’, অসমে দাঁড়িয়ে বিরোধীদের তোপ মোদীর!

অসমের মাটি থেকে অনুপ্রবেশ ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন করে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ভোটার তালিকা সংশোধনের (SIR) মাধ্যমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বের করা হবেই। তিনি কড়া ভাষায় বলেন, যখন নির্বাচন কমিশন এই শুদ্ধিকরণ চালাচ্ছে, তখন কিছু ‘দেশদ্রোহী’ শক্তি তাদের আড়াল করার চেষ্টা করছে।

প্রধানমন্ত্রী এদিন কংগ্রেসকে লক্ষ্য করে বলেন, “দশকের পর দশক ধরে কংগ্রেস উত্তর-পূর্ব ভারতকে উন্নয়নের বদলে হিংসার অন্ধকারে ঠেলে দিয়েছিল। তারা অনুপ্রবেশকারীদের মদত দিয়ে অসমের জমি ও পরিচয় বিপন্ন করেছে।” মোদীর দাবি, তাঁর সরকার গত ১১ বছরে উত্তর-পূর্বের উগ্রবাদ নির্মূল করে উন্নয়নের জোয়ার এনেছে। যে জেলাগুলি একসময় অশান্তির জন্য পরিচিত ছিল, আজ সেগুলিই বিকাশের রোল মডেল।

এদিনের জনসভায় মোদী উত্তর-পূর্বের মা-বোনেদের ভালোবাসাকে নিজের অনুপ্রেরণা বলে উল্লেখ করেন। তাঁর কথায়, অসমের উন্নয়ন ভারতের অখণ্ডতা ও নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। বিমানবন্দরের নতুন টার্মিনালটিকে তিনি অসমের ক্রমবর্ধমান আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy