নয়াদিল্লি: আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC)-এ নিজেদের অভিযান আরও শক্তিশালী করে তুলল ভারত। অরুণ জেটলি স্টেডিয়ামে (পূর্বতন ফিরোজ শাহ কোটলা) ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জয় করল টিম ইন্ডিয়া। এটি চলতি WTC চক্রে ভারতের প্রথম ‘ক্লিন সুইপ’ সিরিজ জয়। টানা তৃতীয় টেস্ট জিতে WTC পয়েন্ট টেবিলে বড়সড় লাফ দিল ভারত।
মঙ্গলবার ম্যাচের দ্বিতীয় দিনে, মাত্র ১২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৫.২ ওভারেই জয় তুলে নেয় ভারত। এটি ভারতের টানা তৃতীয় টেস্ট জয়। এর আগে এই বছরই ওভালে ইংল্যান্ডকে এবং তারপর আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল তারা।
কে এল রাহুলের অর্ধশতরান এবং স্টেডিয়ামের অপ্রতিরোধ্য রেকর্ড
দ্বিতীয় টেস্টের শেষ সকালে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল মাত্র ৫৮ রান। ওপেনার কে এল রাহুল (১০৮ বলে ৫৮*) ও ধ্রুব জুরেল (৬*) ১ ঘণ্টার সামান্য বেশি সময়ের মধ্যেই দলের জয় নিশ্চিত করেন। রাহুল তাঁর ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা মারেন। দ্বিতীয় উইকেটে সাই সুদর্শন (৩৯)-এর সঙ্গে তাঁর ৭৯ রানের জুটি দলকে বড় ভরসা দেয়। এর আগে, শুভমন গিল দ্রুত ১৩ রানে আউট হন।
এই জয়ের সঙ্গে সঙ্গে অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের অপরাজিত থাকার ধারা বেড়ে ১৪ ম্যাচে পৌঁছাল। ১৯৯৩ সালের মার্চে জিম্বাবাবোয়ের বিরুদ্ধে জয় দিয়ে শুরু হওয়া এই রেকর্ড ভারতের কোনো একক ভেন্যুতে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড। এর ফলে মোহালি ও ব্রেবোর্ন স্টেডিয়ামের (১৩টি করে ম্যাচ) রেকর্ড ভাঙল।
বোলারদের দাপট ছিল চোখে পড়ার মতো, দুই টেস্টেই মোট ৪০টি উইকেট তুলে নিয়েছে ভারতীয় বোলাররা। কোটলার স্লো পিচে স্পিনাররা ধৈর্য দেখিয়েছেন এবং পেসাররাও কঠিন পরিস্থিতিতে চমৎকার পারফর্ম করেছেন। ব্যাটারদের মধ্যে এই সিরিজে ৫টি সেঞ্চুরি এবং একটি প্রায়-নব্বই রানের ইনিংস দেখা গিয়েছে।