রাজ্য রাজনীতিতে যখন দিলীপ ঘোষের ‘কামব্যাক’ নিয়ে জোর চর্চা চলছে, ঠিক তখনই বড় পদক্ষেপ নিলেন তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিকর মন্তব্য ও মানহানিকর পোস্ট করার অভিযোগে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করেছেন তিনি।
অভিযোগের তির কাদের দিকে? রিঙ্কু মজুমদারের দাবি, ‘অনন্যা চট্টোপাধ্যায়’ ও ‘ইন্দ্রনীল চক্রবর্তী’ নামে দুটি অ্যাকাউন্ট থেকে তাঁদের দাম্পত্য জীবন নিয়ে ক্রমাগত মিথ্যা রটানো হচ্ছে। গত বছর বিয়ের পর থেকে জগন্নাথ মন্দিরের উদ্বোধন বা সাম্প্রতিক ভ্রমণে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। সেই ছবি ও সম্পর্ককে হাতিয়ার করেই জনসমক্ষে ভাবমূর্তি নষ্টের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ সাফ জানান, “কারও সঙ্গে অন্যায় হলে সে অভিযোগ জানাবেই। আইন অনুযায়ী ব্যবস্থা হবে।”
রাজনীতিতে দিলীপের নতুন ইনিংস: একসময় সব পদ হারিয়ে কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও, নতুন বছরের শুরুতেই ফের সক্রিয় দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে। গত বুধবার অমিত শাহের বৈঠকে উপস্থিতি এবং বৃহস্পতিবার রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘ বৈঠক ও সাংবাদিক সম্মেলন ইঙ্গিত দিচ্ছে—দলে গুরুত্ব বাড়ছে তাঁর। ঘরোয়া রাজনীতির লড়াইয়ের মধ্যেই সাইবার অপরাধীদের বিরুদ্ধে এই আইনি লড়াই এখন বাড়তি মাত্রা যোগ করেছে।