“দিদির কথায় নতমস্তক, তাই চপ-মুড়িই ভরসা!” রাজপথে সিঙাড়া হাতে হাহাকার যোগ্য চাকরিপ্রার্থীদের

কলকাতার রাজপথে শিউরে ওঠার মতো এক দৃশ্য! পরনে ছেঁড়া জামা নয়, বরং চোখেমুখে মেধার ছাপ, কিন্তু হাতে ধরা চপ-মুড়ি আর সিঙাড়ার ঠোঙা। নিয়োগের দীর্ঘ প্রতীক্ষায় ক্লান্ত এসএসসি (SSC) চাকরিপ্রার্থীরা এদিন প্রতীকী বিক্ষোভে বেছে নিলেন এক চরম উপহাসের পথ। সরকারি নীতির বিরুদ্ধে তাঁদের এই অভিনব ‘চপ-শিল্প’ প্রতিবাদ দেখে থমকে দাঁড়ালেন পথচারীরা।

আন্দোলনকারীদের গলায় এদিন ঝরল বিষাদমাখা শ্লেষ। এক প্রার্থী বলেন, “মুখ্যমন্ত্রী আমাদের চপ-মুড়ি বিক্রির নিদান দিয়েছিলেন। দিদির সেই কথায় নতমস্তক হয়েই আজ আমরা রাস্তায় নামলাম। যোগ্য হয়েও যখন স্কুলে যাওয়ার সুযোগ মিলছে না, তখন রাজপথেই দোকান সাজাতে বাধ্য হলাম।” কয়েক মাস ধরে পরীক্ষা হয়ে গেলেও ঝুলে রয়েছে নিয়োগ। সেই হতাশা থেকেই এদিন প্রতীকীভাবে চপ-মুড়ি বিক্রি করে সাধারণ মানুষকে নিজেদের লড়াইয়ের কথা জানান প্রার্থীরা। সোশ্যাল মিডিয়ায় এই প্রতিবাদের ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। হাসির খোরাক নয়, বরং শিক্ষিত বেকারদের এই হাহাকার এক করুণ বাস্তবকেই তুলে ধরল তিলোত্তমায়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy