দিঘা উপকূলে বিরাট আতঙ্ক! ৩০ কুইন্টাল ওজনের বিরল দৈত্যাকার হাঙর জালে, সৈকত জুড়ে চাঞ্চল্য

পূর্ব মেদিনীপুর জেলার তালাসারি সমুদ্রে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল এক দৈত্যাকার বিরল প্রজাতির হাঙর মাছ। প্রায় ৩০ কুইন্টালেরও বেশি ওজনের এবং আনুমানিক ২০ ফুট দৈর্ঘ্যের এই বিশাল মাছটিকে ঘিরে স্থানীয় মানুষজন এবং পর্যটকদের মধ্যে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই বিরল সামুদ্রিক প্রাণীটিকে দেখতে মৎস্য নিলাম কেন্দ্র সংলগ্ন এলাকায় ভিড় ছিল চোখে পড়ার মতো।

জানা যাচ্ছে, সমুদ্রের মাঝখানে জেলেদের জালে মাছটি ধরা পড়ার পর সেটিকে তালাসারি মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। দিঘা ও পার্শ্ববর্তী সমুদ্র সৈকত, যেমন তাজপুর, রাজ্যে তথা দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। চলতি শীতের মরশুমে প্রতিদিনই এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। কিন্তু এদিন সমুদ্রে স্নান করার সময় হঠাৎ এই বিশাল প্রাণীটিকে ভেসে আসতে দেখে অনেক পর্যটকই আতঙ্কিত হয়ে সৈকত ছেড়ে চলে যান।

দীর্ঘদিন ধরেই দিঘা ও সংলগ্ন সমুদ্র সৈকতে বিভিন্ন সময়ে ডলফিন, ইয়েলো বেলিড ও সামুদ্রিক কচ্ছপ-সহ নানা ধরনের সামুদ্রিক প্রাণী ভেসে আসছে। কিছুদিন আগেই দিঘা সৈকতে একটি মৃত ও পচন ধরা ইরাবতী প্রজাতির ডলফিন ভেসে এসেছিল, যার তীব্র গন্ধে পর্যটকেরা সৈকত ছেড়ে পালাতে বাধ্য হন। বনদফতর ও গ্রিন টিমের কর্মীরা সেই পচে যাওয়া ডলফিনটিকে উদ্ধার করেছিলেন।

এবার শীতের গোড়ায় এই ৩০ কুইন্টালেরও বেশি ওজনের বিরল হাঙর মাছের আগমন মৎস্যজীবী এবং পর্যটকদের মধ্যে যেমন কৌতূহল বাড়িয়েছে, তেমনই উপকূলীয় অঞ্চলে সামুদ্রিক প্রাণীদের আনাগোনা বৃদ্ধি নিয়েও প্রশ্ন তুলেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy