দমদমের পর এবার শিয়ালদহ! মেট্রোর স্ক্রিন ডোরে লাথি, গায়ের জোরে দরজা খোলার চেষ্টা যুবকের

দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের রেশ কাটতে না কাটতেই এবার শিয়ালদহ মেট্রো স্টেশনে যাত্রী বিভ্রাটের চরম ছবি সামনে এল। বড়দিনের সন্ধ্যায় ট্রেনের দরজা এবং প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর (PSD) বন্ধ হয়ে যাওয়ার পর, গায়ের জোরে তা খোলার চেষ্টা করে এক যুবক। ওই যুবকের এই বেপরোয়া আচরণের ভিডিও সিসিটিভি ফুটেজে ধরা পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে মেট্রো চত্বরে।

বড়দিনের ভিড় সামাল দিতে বুধবার শহরজুড়ে অতিরিক্ত মেট্রো পরিষেবা দিচ্ছিল কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, শিয়ালদহ মেট্রো স্টেশনের ডাউন প্ল্যাটফর্মে একটি ট্রেন ছাড়ার মুহূর্তে এক যুবক হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে নেমে আসেন। তিনি পৌঁছানোর আগেই ট্রেনের দরজা এবং নিরাপত্তার খাতিরে লাগানো প্ল্যাটফর্মের স্ক্রিন ডোরও বন্ধ হয়ে যায়। ট্রেন ধরতে না পেরে মেজাজ হারিয়ে ওই যুবক ১৪ নম্বর স্ক্রিন ডোরটি খোলার জন্য মরিয়া চেষ্টা শুরু করেন। কখনো ধাক্কা দিয়ে, কখনো হাতের চাপে দরজা ফাঁক করার চেষ্টা করেন তিনি। এমনকি রাগের মাথায় স্ক্রিন ডোরে দু-বার লাথি মারতেও দেখা যায় তাঁকে।

এই অস্বাভাবিক ধাক্কাধাক্কির ফলে মেট্রোর স্বয়ংক্রিয় সিস্টেমে তৎক্ষণাৎ সতর্কতা সংকেত বা অ্যালার্ম বেজে ওঠে। বিষয়টি নজরে আসতেই কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা ছুটে এসে ওই যুবককে পাকড়াও করেন। মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই যুবককে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেন তিনি এমন বিপজ্জনক ও বেআইনি কাজ করলেন, তার সদুত্তর মেলেনি। শিয়ালদহ মেট্রো কর্তৃপক্ষ ইতিমধ্যেই ওই যুবকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।

উল্লেখ্য, সম্প্রতি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনেও একই রকম ছবি দেখা গিয়েছিল। সেখানে এক তরুণীকে টেনে তুলতে পা দিয়ে মেট্রোর দরজা আটকে দিয়েছিলেন এক যুবক, যার জেরে পরিষেবা বিঘ্নিত হয়েছিল। মেট্রো রেলের তরফে বারবার সতর্ক করা হচ্ছে যে, স্ক্রিন ডোর বা ট্রেনের দরজায় এই ধরনের হস্তক্ষেপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দণ্ডনীয় অপরাধ। যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনাও থেকে যায়। উৎসবের ভিড়ে যাত্রী সুরক্ষাকে বুড়ো আঙুল দেখিয়ে কেন বারবার এই নিয়ম ভাঙার হিড়িক, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy