তক্ষক কেনাবেচার বকেয়া টাকা নিয়ে রণক্ষেত্র চাপড়া! বন্ধুকে লক্ষ্য করে চলল গুলি, অল্পের জন্য রক্ষা

ব্যবসায়িক বিবাদের জেরে ফের রক্ত ঝরল নদিয়ায়। এবার চাপড়ার হাঁটরা এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে চলল গুলি। তক্ষক কেনাবেচার মতো বেআইনি কারবারের বকেয়া টাকা উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হলেন তেহট্টের কানাইনগরের বাসিন্দা নূর ইয়াসিন মণ্ডল। অভিযোগ, বচসা চলাকালীন ঔরঙ্গজেব সেখ নামে এক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে দু-রাউন্ড গুলি চালায়।

পুলিশ সূত্রে খবর, নূরের এক বন্ধু তক্ষকের অবৈধ কারবারের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্রে ঔরঙ্গজেবের কাছে বেশ কিছু টাকা পাওনা ছিল। বুধবার বিকেলে সেই টাকা চাইতেই দলবল নিয়ে হাঁটরার বাসিন্দা ঔরঙ্গজেবের বাড়িতে যান নূর। সেখানেই শুরু হয় তীব্র অশান্তি। বিবাদ চরমে পৌঁছালে ঔরঙ্গজেব আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায়। একটি গুলি নূরের বাঁ হাত ছুঁয়ে বেরিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় কোনওমতে সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচান তিনি। তাঁকে উদ্ধার করে প্রথমে চাপড়া গ্রামীণ হাসপাতাল ও পরে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত, তার খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে চাপড়া থানার পুলিশ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy