এসআইআর (SIR) ইস্যুতে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের এক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে বুধবার রণক্ষেত্রের চেহারা নিল মতুয়াগড়। তৃণমূল নেত্রী মমতাবালা ঠাকুর এবং বিজেপির শান্তনু ঠাকুরের অনুগামীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধস্তাধস্তিতে পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছায়। অভিযোগ, একে অপরকে মাটিতে ফেলে মারধর করা হয়েছে।
ঘটনার সূত্রপাত সোমবার, যখন শান্তনু ঠাকুর এক সভায় বলেন, “বাংলাদেশি ও পাকিস্তানি অনুপ্রবেশকারীদের বাদ দিতে গিয়ে যদি আমার সম্প্রদায়ের ১ লক্ষ মানুষকে ভোটদান থেকে বিরত থাকতে হয়, তাতে কী আসে যায়!” এই মন্তব্যের প্রতিবাদে এবং জবাব চাইতে এদিন শান্তনুর বাড়ির দিকে মিছিল করে যান মমতাবালা ঠাকুরের অনুগামীরা। তাঁদের দাবি, শান্তনুর এই মন্তব্যে মতুয়ারা আশঙ্কিত। শান্তনু ঠাকুরের পাল্টা দাবি, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। বিবাদের জেরে শান্তনুর স্ত্রী হামলাকারীদের ‘হার্মাদ বাহিনী’ বলে তোপ দাগেন। অন্যদিকে, দুপক্ষই একে অপরের বিরুদ্ধে ‘ভুয়ো মতুয়া’ ও ‘বহিরাগত’ দিয়ে হামলা চালানোর পাল্টা অভিযোগ এনেছে।