ট্রেনের কামরায় উদ্দেশ্যহীন ঘোরাঘুরি, কেউ পালিয়েছে বাড়ি থেকে; আরপিএফ-এর ‘অপারেশন নানহে ফারিশতে’-তে উদ্ধার ৪ নাবালক

রেল চত্বরে অসহায় ও বিপন্ন শিশুদের সুরক্ষায় ফের বড় সাফল্য পেল পূর্ব রেলের রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF)। ‘অপারেশন নানহে ফারিশতে’-র অধীনে হাওড়া, শিয়ালদহ এবং আসানসোল ডিভিশন থেকে উদ্ধার করা হলো চারজন নাবালককে। উদ্ধার হওয়া এই শিশুদের মধ্যে কেউ ভুলবশত ট্রেনে উঠে গন্তব্য হারিয়ে ফেলেছিল, আবার কেউ পারিবারিক কলহের জেরে ঘর ছেড়েছিল।

আরপিএফ সূত্রে জানা গিয়েছে, হাওড়া ও ডানকুনি স্টেশনে টহল দেওয়ার সময় দুই নাবালককে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখেন কর্মীরা। তদন্তে জানা যায়, তাদের মধ্যে একজন ভুল করে কলকাতা এক্সপ্রেসে উঠে গন্তব্য হারিয়ে ফেলেছিল। উদ্ধার হওয়া চারজনকেই প্রয়োজনীয় কাউন্সেলিং-এর পর চাইল্ডলাইন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। ২০১৭ সাল থেকে চলা এই বিশেষ অভিযানের মাধ্যমে আরপিএফ শিশু পাচার ও শিশুশ্রম রোধে নিরন্তর কাজ করে চলেছে, যা এবারও এক মানবিক নজির গড়ল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy