শীতের আমেজ বাংলায় ফিরলেও ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতির পারদ এখন টগবগ করে ফুটছে। সৌজন্যে—প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং তৃণমূল শিবিরের হেভিওয়েট নেতাদের মধ্যে চলা ‘হুঙ্কার’ ও ‘পাল্টা হুঙ্কার’। বুধবার রাতে নৈহাটির গরুরফাঁড়ি মোড়ে বিজেপির এক সভা থেকে তৃণমূলের ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অর্জুন সিং। যা ঘিরে কার্যত বারুদে ঠাসা পরিস্থিতি তৈরি হয়েছে গঙ্গার এপাড়ের শিল্পাঞ্চলে।
সরাসরি তৃণমূল সাংসদ পার্থ ভৌমিককে চ্যালেঞ্জ ছুড়ে অর্জুন সিং বলেন, “জয় বাংলা স্লোগান আসলে জেহাদি আর রোহিঙ্গাদের স্লোগান। এই ধ্বনি বাংলার মাটিতে বরদাস্ত করব না। যারা এই স্লোগান দেবে, তাদের ধরে পেটাব। পার্থ ভৌমিক, তোমার বাড়ির সামনে গিয়েও বলে আসব, তোমার কত দম আছে দেখে নেব।” বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি আরও দাবি করেন যে, এই স্লোগান তুলে ওপারে সনাতনীদের ওপর অত্যাচার করা হচ্ছে। অর্জুনের সাফ হুঁশিয়ারি, এপারে যদি কেউ ‘জয় বাংলা’ স্লোগান তুলে সনাতনীদের আক্রমণ করতে আসে, তবে তাদের ‘উচিত শিক্ষা’ দেওয়া হবে।
অর্জুনের এই আক্রমণের ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা গর্জে উঠেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। পার্থ ভৌমিকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সোমনাথ সরাসরি অর্জুনকে চ্যালেঞ্জ করে বলেন, “মুখে বড় বড় কথা না বলে ক্ষমতা থাকলে আমাদের একজনকে মেরে দেখাক। ও একটা মারলে আমরা পাল্টা পাঁচটা মেরে বুঝিয়ে দেব কত ধানে কত চাল।” সোমনাথের এই ‘মারের বদলা মার’ তত্ত্বে শিল্পাঞ্চলের উত্তেজনা কয়েক গুণ বেড়ে গিয়েছে।
উল্লেখ্য, এর আগে অর্জুন সিংয়ের বাড়ির সামনে গিয়ে তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। পাল্টা ‘চোর’ স্লোগান তুলেছিল বিজেপি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি ‘মারধর’ ও ‘পিটিয়ে লাল’ করার হুঁশিয়ারি ঘিরে সরগরম নৈহাটি থেকে ভাটপাড়া। ভোটের আগে এই স্লোগান যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।