২০২৬ সাল দোরগোড়ায়। নতুন বছরে নিজের ভাগ্য বদলাতে চাইলে চাকরির অপেক্ষায় না থেকে ব্যবসার কথা ভাবাই বুদ্ধিমানের কাজ। মাত্র ১ লক্ষ টাকার বিনিয়োগে শুরু করা যায় এমন ৫টি সুপার-হিট বিজনেস আইডিয়া এখন আপনার হাতের মুঠোয়।
১. হাইপারলোকাল ডার্ক স্টোর: পাড়ার গলিতে দ্রুত ডেলিভারি পরিষেবা। দুধ, সবজি বা ওষুধ ১০ মিনিটে পৌঁছে দেওয়ার এই মডেলে লাভের সুযোগ ব্যাপক। ২. ডিজিটাল মার্কেটিং সার্ভিস: ল্যাপটপ আর ইন্টারনেট থাকলেই কেল্লাফতে। ছোট দোকানদার থেকে বড় কোম্পানি—সবারই অনলাইন প্রচার দরকার। ৩. হেলথ ও ওয়েলনেস কোচিং: ফিটনেস নিয়ে সচেতনতা বাড়ছে। অনলাইন বা অফলাইনে যোগা বা নিউট্রিশন কোচিং দিয়ে অনায়াসেই মোটা টাকা আয় সম্ভব। ৪. ইভি সার্ভিস ও ব্যাটারি চার্জিং পয়েন্ট: রাস্তা এখন ইলেকট্রিক স্কুটারে ঠাসা। সার্ভিসিং এবং ব্যাটারি চার্জিংয়ের লোকাল হাব খুলে আপনিও হতে পারেন বড় ব্র্যান্ড। ৫. ওয়েডিং টেক মাইক্রো সার্ভিস: ডিজিটাল কার্ড থেকে শুরু করে বিয়ের লাইভ সোশ্যাল মিডিয়া রিল বানানো—বিয়ে এখন টেক-ইভেন্ট। সিজনাল হলেও এই ব্যবসায় আয়ের সুযোগ দ্বিগুণ।