বারুইপুর থানার অন্তর্গত একের পর এক স্কুলে মিড ডে মিলের সরঞ্জাম চুরির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। দুষ্কৃতীরা তালা ভেঙে গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে বাসনপত্র চুরি করায় বাধ্য হয়ে স্কুলে ফের ফিরে এসেছে কাঠের জ্বালে রান্না করার পুরোনো পদ্ধতি।
গত এক সপ্তাহের মধ্যে বারুইপুর থানা এলাকায় দু’টি স্কুলে চুরির ঘটনা ঘটে। প্রথমে উত্তরভাগ কলোনী হাইস্কুলের গেটের তিনটি তালা ভেঙে দুষ্কৃতীরা ভিতরে প্রবেশ করে। রান্নাঘরের তালা ভেঙে চারটি গ্যাস সিলিন্ডার, রান্নার সরঞ্জাম এবং চারটি সাইকেল চুরি করে নিয়ে যায়। এর সপ্তাহখানেক হতে না হতেই টগর বেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের রান্নাঘরের তালা ভেঙে দু’টি গ্যাস সিলিন্ডার ও রান্নার সরঞ্জাম চুরি হয়ে যায়। সব মিলিয়ে এক সপ্তাহে চুরি হয়েছে ৬টি গ্যাস সিলিন্ডার।
ক্লাসরুমে সিলিন্ডার, চুলায় রান্না:
চুরি যাওয়ার আতঙ্কে এখন অন্যান্য স্কুলের শিক্ষকরা বাধ্য হয়ে মিড ডে মিলের গ্যাস সিলিন্ডার, ওভেন, থালা-বাসন ও ডেকচি স্কুলের অফিস রুম কিংবা ক্লাসরুমের মধ্যেই তালাবন্ধ করে রাখছেন।
এদিকে সরঞ্জাম চুরি যাওয়ায় মিড ডে মিলের রান্না ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। কোনও কোনও স্কুলে রান্না করা খাবারের বদলে বিস্কুট অথবা শুকনো খাবার দেওয়া হচ্ছে। আবার কোথাও মিড ডে মিলের রাঁধুনিরা বাধ্য হয়ে কাঠের জ্বালে কাঁদতে কাঁদতে রান্না করছেন। এই পরিস্থিতিতে স্কুল কর্তৃপক্ষ মহা বিপদে পড়েছেন।
স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে ঊর্ধ্বতন মিড ডে মিল কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। চুরি যাওয়া স্কুল থেকে শুরু করে অন্যান্য স্কুলের আতঙ্কিত শিক্ষকদের একটাই দাবি: পুলিশ দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করুক, যাতে আগামী দিনে আর কোনও স্কুলে এইভাবে চুরির ঘটনা না ঘটে।