গহীন জঙ্গলে সেনার থাবা! ছত্তিশগড়-ঝাড়খণ্ডে রেকর্ড ২২৯টি ফরওয়ার্ড বেস তৈরি করল CRPF

ভারত থেকে নকশালবাদ বা বামপন্থী চরমপন্থা চিরতরে নির্মূল করতে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করল কেন্দ্রীয় সরকার। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করার লক্ষ্যে কোমর বেঁধে নেমেছে স্বরাষ্ট্রমন্ত্রক। এই অভিযানের মেরুদণ্ড হিসেবে কাজ করছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF), যারা ২০১৯ সাল থেকে নকশাল প্রভাবিত ছয়টি রাজ্যে ২২৯টি ফরওয়ার্ড অপারেটিং বেস (FOB) স্থাপন করেছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই রাজ্যসভায় জানিয়েছেন, কেবল ২০২৫ সালেই রেকর্ড সংখ্যক নতুন বেস তৈরি করা হয়েছে। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা ও মহারাষ্ট্রের মতো দুর্গম জঙ্গলঘেরা এলাকায় এই স্থায়ী শিবিরগুলো নকশালদের সেফ জোন ধ্বংস করে দিচ্ছে। যেখানে একসময় নকশালদের শাসন চলত, এখন সেখানে মাত্র ৫ কিমি অন্তর সেনার উপস্থিতি মাওবাদী ক্যাডারদের কোণঠাসা করে ফেলেছে। সরকারি পরিসংখ্যানে দাবি করা হয়েছে, ২০১০ সালের তুলনায় বর্তমানে নকশাল হিংসার ঘটনা ৮৯ শতাংশ কমেছে। ২০১৮ সালে ১২৬টি জেলা মাওবাদী প্রভাবিত থাকলেও ২০২৫-এ তা কমে মাত্র ১১টি জেলায় সীমাবদ্ধ হয়ে পড়েছে। চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত ৩৩৫ জন মাওবাদীকে খতম করেছে নিরাপত্তা বাহিনী এবং আত্মসমর্পণ করেছেন ২,১৬৭ জন। এই সাঁড়াশি অভিযানে লাল সন্ত্রাস এখন অন্তিম লগ্নে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy