বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে নৃশংসভাবে পুড়িয়ে মারার ঘটনার আঁচ এবার আছড়ে পড়ল ভারত-বাংলাদেশ সীমান্তে। বুধবার মালদহের হবিবপুর ব্লকের মনোহরপুর ও মুচিয়া সীমান্ত এলাকায় জড়ো হয়ে তীব্র প্রতিবাদ জানালেন কয়েকশো হিন্দু সনাতনী। প্রচলিত আন্দোলনের বাইরে বেরিয়ে এদিন তাঁরা খোল-করতাল ও শঙ্খ বাজিয়ে এক অভিনব প্রতিবাদ কর্মসূচিতে শামিল হন।
বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশে যেভাবে বেছে বেছে হিন্দুদের ওপর অত্যাচার চালানো হচ্ছে এবং দীপু দাসের মতো নিরীহ যুবককে মৌলবাদীরা পুড়িয়ে মারল, তার বিচার চাই। জিরো পয়েন্টের কাছাকাছি দাঁড়িয়ে তাঁরা দীপু দাস কাণ্ডে জড়িত দোষীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি তোলেন। সীমান্তে সাধারণ মানুষের এই বিশাল সমাবেশ এবং ক্ষোভের জেরে নিরাপত্তা জোরদার করেছে বিএসএফ। প্রতিবাদীদের হুঁশিয়ারি, বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ না হলে আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে। সীমান্তের এই উত্তেজনা ওপার বাংলার প্রশাসনের ওপর চাপ তৈরির এক স্পষ্ট সংকেত বলে মনে করছে রাজনৈতিক মহল।