খেলার মাঠে নজিরবিহীন তাণ্ডব! পুলিশের সামনেই হাতাহাতি, ভাঙড়ে ডে-নাইট টুর্নামেন্টে ধুন্ধুমার

ফুটবল মাঠে ফের রক্তক্ষয়ী সংঘর্ষের সাক্ষী থাকল বাংলা। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। ভোজেরহাট ফুটবল মাঠে আয়োজিত একটি ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ঘিরে তৈরি হলো চরম উত্তেজনা। খেলা চলাকালীন গ্যালারির দর্শকদের একাংশের মধ্যে বচসা শুরু হয়, যা মুহূর্তের মধ্যে হাতাহাতি ও মাঠের ভেতর ধস্তাধস্তিতে রূপ নেয়। সোশ্যাল মিডিয়ায় সেই তাণ্ডবের ভিডিও এখন ঝড়ের গতিতে ভাইরাল।

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, এই গণ্ডগোলের সময় মাঠেই উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা-সহ তৃণমূলের একাধিক নেতা ও স্থানীয় থানার পদস্থ পুলিশ আধিকারিকরা। তাঁদের সামনেই চলে এই বেধড়ক মারপিট। দীর্ঘক্ষণ পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও, প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। কিছুদিন আগে নৈহাটির মাঠে রেফারিকে মারধর এবং যুবভারতীতে অব্যবস্থার পর ভাঙড়ের এই ঘটনা ক্রীড়াপ্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। কেন বারবার বাংলার ফুটবল মাঠ রণক্ষেত্রে পরিণত হচ্ছে, তা নিয়ে শুরু হয়েছে জোর সমালোচনা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy