‘খুনে’ হনুমানের দাপটে মহিষাদলে চরম আতঙ্ক! একদিনে ১৫ জনকে কামড়ে-আঁচড়ে জখম, মাংস খুবলে নেওয়ার অভিযোগ

পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের মধ্যহিংলী গ্রামে একদল হনুমানের হামলার জেরে চরম আতঙ্ক ছড়িয়েছে। একদল হনুমানের অস্বাভাবিক ও আক্রমণাত্মক আচরণের কারণে একদিনেই কমপক্ষে ১৫ জন গ্রামবাসী গুরুতর আহত হয়েছেন। হনুমানের কামড় ও আঁচড়ে জখম হয়ে অনেকের শরীরের মাংস পর্যন্ত খুবলে নেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই হনুমানের দলটি আশেপাশের এলাকায় ঘোরাফেরা করছে এবং গ্রামবাসীদের উপর আক্রমণ চালাচ্ছে। আজ পথচারীদের আক্রমণ করে তারা। আহতদের দ্রুত মহিষাদল বাসুলিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে গুরুতর আহত একজনকে পরে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বনকর্মীদের ব্যাখ্যা ও আতঙ্ক
খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং ‘খুনে’ হনুমানটিকে ধরতে ফাঁদ পেতেছেন। কিন্তু এখনও হনুমানটির নাগাল পাননি তাঁরা।

বনকর্মীরা জানাচ্ছেন, প্রজনন ঋতুতে (Breeding Season) হনুমানের এমন আক্রমণাত্মক হওয়া অস্বাভাবিক নয়। অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা মনে করছেন, দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণেই হনুমানটি এমন অত্যাচার করছে।

স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে বলছেন, গত ফেব্রুয়ারি মাসেও এই এলাকাতেই এ ধরনের একটি মারমুখী হনুমানকে ধরতে ট্র্যাঙ্কুলাইজার বন্দুক ব্যবহার করতে হয়েছিল। সেটি হাসপাতালে ঢুকে, বাড়িতে ঢুকে মানুষকে কামড়াচ্ছিল। এবারও ধীরে ধীরে সেই পরিস্থিতির দিকে যাচ্ছে বলে তাঁদের আশঙ্কা। হনুমানের হামলা থেকে বাঁচতে গ্রামের মানুষ এখন তটস্থ হয়ে দিন কাটাচ্ছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy