ক্রিসমাসে প্রিয়জনকে কী দেবেন ভেবে নাজেহাল? এই ৫টি ‘সিক্রেট সান্তা’ গিফট আইডিয়া মাত করে দেবে উৎসব

বড়দিন মানেই কেক, আলো আর উপহারের ডালি। শুধু খুদেদের জন্য নয়, এই দিনটি এখন বড়দের কাছেও উৎসবের আমেজ নিয়ে আসে। বিশেষ করে ‘সিক্রেট সান্তা’ হওয়ার উন্মাদনা থাকে তুঙ্গে। কিন্তু প্রিয়জনকে দেওয়ার জন্য সঠিক উপহার বেছে নেওয়া অনেক সময় বেশ কঠিন হয়ে দাঁড়ায়। আপনার সেই চিন্তা দূর করতে রইল কিছু আকর্ষণীয় উপহারের তালিকা:

পার্সোনালাইজড উপহার: কাস্টমাইজড মগ, নাম খোদাই করা কী-চেন বা ছবির ফ্রেম এখন দারুণ ট্রেন্ডি।

মিউজিক লাভারদের জন্য: ব্লুটুথ হেডফোন বা একটি প্রিয় গানের বিশেষ প্লেলিস্ট সহ কিউআর কোড কার্ড দিতে পারেন।

বই ও হাতে লেখা নোট: বইপ্রেমীদের জন্য ভালো কোনো মোটিভেশনাল বই এবং সঙ্গে একটি মিষ্টি নোট হতে পারে শ্রেষ্ঠ উপহার।

হাতে তৈরি গিফট বক্স: বাজেট কম হলে নিজের হাতে চকলেট, সুগন্ধি মোমবাতি ও ফুল দিয়ে সাজিয়ে নিতে পারেন একটি DIY বক্স।

সেলফ-কেয়ার কিট: বর্তমানের লাইফস্টাইলে স্কিনকেয়ার সেট বা হার্বাল টি কম্বো উপহার হিসেবে বেশ জনপ্রিয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy