চিংড়িহাটা মেট্রো প্রকল্প সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল রাজ্যের যানজট পরিস্থিতি নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, “কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনওদিনই কমবে না।”
একইসঙ্গে মেট্রো প্রকল্পের জট কাটাতে আদালত রাজ্য সরকারকে খোলা মনে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে।
আদালতের মন্তব্য ও রাজ্য সরকারের সওয়াল
-
রাজ্যের সওয়াল: মামলার শুনানিতে রাজ্যের তরফে সওয়ালে বলা হয়, সাবওয়ের কাজ না হলে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন।
-
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মন্তব্য: এর উত্তরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল বলেন, “কোনও না কোনও দিন তো কাজ করতে হবে, সেদিন তো যান নিয়ন্ত্রণ করতেই হবে।”
কেন্দ্র-রাজ্য বৈঠক এবং অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য
আদালতে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত দাবি করেন যে, চিংড়িহাটা মেট্রো ইস্যুতে বুধবার (গতকাল) কেন্দ্র, রাজ্য এবং RVNL (Rail Vikas Nigam Limited) আধিকারিকদের মধ্যে একটি বৈঠক হয়েছে।
-
কেন্দ্রের নির্দেশ: অ্যাডভোকেট জেনারেল জানান, সেই বৈঠকে কেন্দ্র RVNL-কে বলেছে যে রাজ্য যা চাইছে সেটা আগে করতে হবে।
-
অ্যাডভোকেট জেনারেলের প্রতিশ্রুতি: তিনি বলেন, এই মামলায় আবার বৈঠক হলে তিনি নিজে উপস্থিত থাকবেন।
অন্যদিকে, বিচারপতি রাজ্যকে পরামর্শ দেন যে, “জট খোলা মনে আলোচনায় বসুন, সমাধান সূত্র বেরোবে।”