কুয়াশার চাদরে ঢাকা দক্ষিণ ২৪ পরগনা! দৃশ্যমানতা ৫০ মিটারে, বড়দিনের সকালে ব্যাহত বকখালির পিকনিক

বড়দিনের আনন্দ উৎসবে বাধা হয়ে দাঁড়াল প্রকৃতির খামখেয়ালিপনা। বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই ঘন কুয়াশার চাদরে ঢেকে গেল সমগ্র দক্ষিণ ২৪ পরগনা জেলা। দৃশ্যমানতা মাত্র ৫০ থেকে ৭০ মিটারে নেমে আসায় উৎসবের মেজাজে ভাটা পড়েছে। বিশেষ করে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র বকখালি ও সাগরদ্বীপগামী পর্যটকরা চরম ভোগান্তির শিকার হয়েছেন।

যানচলাচল ও ফেরি পরিষেবা: কুয়াশার দাপট এতটাই ছিল যে সকাল থেকে রাস্তাঘাটে বাস ও ছোট গাড়ি অত্যন্ত ধীর গতিতে চলাচল করছে। জলপথে বিপদ এড়াতে নামখানা, পাথরপ্রতিমা, সাগর এবং মৌসনি দ্বীপের ফেরি পরিষেবায় বিশেষ সতর্কতা জারি করেছে প্রশাসন। দৃশ্যমানতা কম থাকায় নৌ-চলাচলও সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে।

পিকনিকের আমেজে ধাক্কা: ২৫শে ডিসেম্বর মানেই বকখালিতে পর্যটকদের উপচে পড়া ভিড়। কিন্তু এদিন কুয়াশার জেরে অনেক পর্যটকই সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেননি। শীতের মরসুমে আজই জেলায় সবথেকে বেশি কুয়াশা পড়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy