নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ইতিহাস লিখল ইস্টবেঙ্গল। ভারতের প্রথম এবং একমাত্র ক্লাব হিসেবে পুরুষ ও মহিলা— উভয় বিভাগেই আন্তর্জাতিক ট্রফি জেতার নজির গড়ল লাল-হলুদ ব্রিগেড। শনিবার সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপের (SAFF Women’s Club Championship 2025) ফাইনালে নেপাল আর্মড পুলিশ ফোর্সকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গলের মেয়েরা।
ম্যাচের শুরু থেকেই ছিল ইস্টবেঙ্গলের দাপট। ২২ মিনিটে ফাজিলা ইকওয়াপুতের গোলে লিড নেয় তারা। ৩৫ মিনিটে শিল্কি দেবীর দুরন্ত হেডে ব্যবধান হয় ২-০। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ৪৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন ফাজিলা। উল্লেখ্য, এই টুর্নামেন্টে একটিও গোল না খেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার বিরল রেকর্ড গড়ল ইস্টবেঙ্গল।
২০০৫ সালে এই কাঠমাণ্ডুর মাটিতেই সান মিগুয়েল কাপ জিতেছিল লাল-হলুদের পুরুষ দল। ঠিক ২১ বছর পর সেই একই শহরে ক্লাবের মুকুটে যুক্ত হলো নতুন পালক। পুরুষ ফুটবল যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তখন বিদেশের মাটিতে মশাল জ্বালিয়ে ভারতকে গর্বিত করল মহিলারা।