কাজ কবে চালু হবে, সদুত্তর নেই!’ কেন্দ্রের বঞ্চনা ইস্যুতে সরব তৃণমূল, সংসদে আরও জোরদার হবে প্রতিবাদ

বাংলার জনগণের প্রাপ্য ১০০ দিনের কাজের টাকা (MGNREGA) কেন্দ্রীয় সরকার ‘অন্যায়ভাবে’ আটকে রেখেছে—এই অভিযোগ তুলে আজ সংসদ চত্বরে তীব্র প্রতিবাদ দেখালেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদেরা। বুধবার বিক্ষোভরত সাংসদেরা অভিযোগ করেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে।সংসদে চাপ বাড়ানোর কৌশলতৃণমূল সূত্রে জানা গিয়েছে, এসআইআর (Special Integrated Revision) নিয়ে আলোচনা পর্ব মিটলেই, কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে তারা সংসদে আরও বেশি করে সরব হবে।জলসম্পদ মন্ত্রকের সঙ্গে বৈঠক: এ বিষয়ে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকে গিয়ে দেখা করবে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল।বিগত বছরের পরিসংখ্যান: সাত সাংসদের প্রশ্নের জবাব নিয়ে কোমর বেঁধে এই ইস্যুতে সরব হতে চলেছে তারা, হাতিয়ার করা হয়েছে বিগত বছরের পরিসংখ্যান।কেন্দ্রীয় মন্ত্রীর উত্তরে অসন্তোষসংসদে কেন্দ্রীয় সরকারের জবাব নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে তৃণমূল। সাংসদেরা প্রশ্ন তুলেছিলেন—একশো দিনের কাজ পুনরায় চালু হবে কবে? রাজ্যের কত বকেয়া আছে? কবে ও কিভাবে তা মেটানো হবে?সদউত্তর নেই: তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়, মালা রায়, কীর্তি আজাদ, রচনা বন্দোপাধ্যায়সহ একাধিক সাংসদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকার কাজ চালুর বিষয়ে সদউত্তর দিতে পারেনি বলে অভিযোগ।কমলেশ পাসোয়ানের তথ্য: কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কমলেশ পাসোয়ান রাজ্যের বকেয়া নিয়ে যথাযথ তথ্য দিতে পারেননি বলে তৃণমূল সরব হয়েছে।বিশেষভাবে সক্ষম কর্মী: সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের লিখিত প্রশ্নের জবাবে কমলেশ পাসোয়ান জানান, বাংলায় MGNREGA নথিভুক্ত ১৯৬৭৬৯ জন বিশেষভাবে সক্ষম কর্মী আছেন, কিন্তু তাঁরা কেউই কোনও কাজ পাননি।কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান সাংসদ কালীপদ সোরেন ও শর্মিলা সরকারের প্রশ্নের উত্তরে কেবল জানিয়েছেন, আদালতের নির্দেশ অনুযায়ী কাজ শুরুর প্রক্রিয়া চলছে।কর বাবদ কেন্দ্র বাংলার কত টাকা তুলেছে?অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে চ্যালেঞ্জ জানিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করার পর, তৃণমূল এবার লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বঞ্চনাকে অন্যতম হাতিয়ার করতে চাইছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কর বাবদ কেন্দ্র কর্তৃক রাজ্য থেকে তুলে নেওয়া টাকার একটি পরিসংখ্যান তুলে ধরেন:অর্থবছরGST + IT বাবদ আদায় (কোটি টাকা)২০১৭-১৮৬৩,৪০৭ কোটি২০১৮-১৯৮৪,৪১৯ কোটি২০১৯-২০৮৪,০১৫ কোটি২০২০-২১৮০,০০৪ কোটি২০২১-২২১ লক্ষ ১ হাজার ৬৭৩ কোটি২০২২-২৩১ লক্ষ ১৩ হাজার ৬২১ কোটি২০২৩-২৪১ লক্ষ ২২ হাজার ৯৮৮ কোটিসাত বছরে মোট৬ লক্ষ ৫০ হাজার ১২৫ কোটি টাকাতৃণমূলের দাবি, সাত বছরে কেন্দ্রীয় সরকার কর বাবদ রাজ্য থেকে ৬ লক্ষ ৫০ হাজার ১২৫ কোটি টাকা তুলে নিয়ে গেছে, অথচ রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে। সংসদে কেন্দ্রের জবাবকে হাতিয়ার করে ভোট প্রচারে জোরদার সওয়াল করতে প্রস্তুত তৃণমূল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy