কলকাতার বুকে ফের ভয়াবহ দুর্ঘটনা! ময়দানে সরকারি বাসের ধাক্কায় দুমড়ে গেল গাড়ি, চাঞ্চল্য ফোর্ট উইলিয়ামে

কলকাতার রাজপথে ফের দুর্ঘটনার কবলে খাস ময়দান এলাকা। সাতসকালেই ফোর্ট উইলিয়ামের ঠিক পাশেই ক্যাসুরিনা রোডে এক ভয়াবহ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। একটি দ্রুতগতিতে আসা সরকারি বাসের সজোরে ধাক্কায় রীতিমতো দুমড়ে-মুচড়ে গেল সিইএসসি-র একটি চার চাকার ছোট গাড়ি। বুধবার সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটেছে।

সূত্রে খবর, আমতলা থেকে হাওড়াগামী একটি যাত্রী বোঝাই সরকারি বাস যখন ময়দানের রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই তার সামনে আচমকা ব্রেক মারে একটি চার চাকার গাড়ি। জানা গিয়েছে, গাড়িটি তারাতলা থেকে ভিক্টোরিয়া হাউসের দিকে যাচ্ছিল, যার ভেতরে সিইএসসি-র কর্মীরা ছিলেন। গাড়ির চালকের দাবি, রাস্তার সামনে হঠাৎ একটি বাইক চলে আসায় তিনি বাধ্য হয়ে হার্ড ব্রেক কষেন। পিছন থেকে আসা সরকারি বাসটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে সজোরে ধাক্কা মারে গাড়িটির পিছনে। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে গাড়িটির পিছনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যাত্রীবোঝাই বাসে থাকা সাধারণ মানুষেরাও এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন।

উল্লেখ্য, ময়দান চত্বরে দুর্ঘটনার সিলসিলা থামছেই না। গত ১০ ডিসেম্বর সকালেই হেস্টিংস থানা এলাকায় রেসকোর্সের সামনে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। একটি বিলাসবহুল ফেরারি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ল্যাম্পপোস্ট এবং পরে গাছে ধাক্কা মেরে উল্টে যায়। সেই ঘটনায় বাবা ও ছেলে গুরুতর আহত হয়ে বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। শুধু তাই নয়, ওই ঘটনায় রাস্তার ধারের দুই সাফাই কর্মীও গুরুতর চোট পান। একের পর এক এই ধরণের ঘটনায় কলকাতার রাজপথ বিশেষ করে ময়দান চত্বরের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দুর্ঘটনাগ্রস্ত যান দুটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy