কলকাতা পেল নতুন শব সংরক্ষণ গাড়ি, ভিনরাজ্য ও বিদেশে থাকা সন্তানদের জন্য এক ফোনেই বাড়ির দুয়ারে হাজির হবে ‘ভ্রাম্যমান মর্গ’

শহরের নাগরিকদের জন্য স্বাস্থ্য পরিষেবায় এক যুগান্তকারী পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। ভিনরাজ্যে বা বিদেশে কর্মরত সন্তানরা বাবা-মায়ের মৃত্যুর খবর শুনে ফিরতে দেরি করলে মৃতদেহ সংরক্ষণের জন্য আর পিস ওয়ার্ল্ডের মতো মর্গে ছুটতে হবে না। এবার থেকে শুধু একটি ফোন করলেই অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত শবাধার (মারচুয়ারি ভ্যান) নিয়ে কলকাতা পুরসভা পৌঁছে যাবে বাড়ির দুয়ারে।

বিধায়কের তহবিলে অত্যাধুনিক মারচুয়ারি ভ্যান

কলকাতা কর্পোরেশনকে এই অত্যাধুনিক ফ্রিজার প্রযুক্তি দেওয়া শবাধারটি উপহার দিয়েছেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার। তাঁর বিধায়ক তহবিলের ৩৭ লক্ষ টাকা ব্যয়ে এই বিশেষ গাড়িটি কেনা হয়েছে।

  • বিধায়কের বক্তব্য: দেবাশিস কুমার জানান, “ক্লাবের উদ্যোগে বহু বছর আগে ফ্রিজার রাখার চেষ্টা করেছিলাম। এটা আধুনিক মারচুয়ারি ভ্যান। বহু মানুষ উপকৃত হবেন।”

  • পরিষেবার লক্ষ্য: মূলত উত্তর বা দক্ষিণ কলকাতার যে সমস্ত বাড়িতে অশীতিপর বৃদ্ধ-বৃদ্ধারা বসবাস করেন এবং তাঁদের ছেলে-মেয়েরা কাজের সূত্রে বাইরে থাকেন, তাঁদের কথা মাথায় রেখেই এই পরিষেবা।

এক ফোনেই দুয়ারে মর্গ

বর্তমানে পিস ওয়ার্ল্ডে ক্যালেন্ডার ডেট অনুযায়ী ১০০০ টাকা ভাড়ায় দেহ শীতাতপ নিয়ন্ত্রণে সংরক্ষণ করা হয়। এই নতুন ব্যবস্থায় নাগরিকদের আর দেহ নিয়ে কোথাও ছুটে যেতে হবে না।

  • পরিষেবা: কলকাতা কর্পোরেশন স্বাস্থ্য বিভাগের অ্যাম্বুলেন্স পরিষেবার নম্বরে ফোন করলেই গাড়িটি বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে।

  • ভাড়া নির্ধারণ: কলকাতা কর্পোরেশন মেয়র পারিষদ বৈঠকে ঠিক করবে এই পরিষেবা বাবদ ভাড়া কত নেওয়া হবে। তবে পুরসভার কর্তারা জানিয়েছেন, তুলনামূলক কম খরচে এই ব্যবস্থা করা হবে।

  • গাড়ির বৈশিষ্ট্য: ২০ ফুট লম্বা বৈদ্যুতিন তার ও সকেট সহ গাড়িতে রয়েছে ফ্রিজার। ভিতরে তিনটি সোফা দেওয়া বসার জায়গাও রয়েছে। শেষকৃত্যের জন্য দেহ শ্মশানে নিয়ে যাওয়ার কাজেও এই গাড়ি ব্যবহার করা যাবে।

এদিন বিধায়ক দেবাশিস কুমার, সাংসদ মালা রায়ের উপস্থিতিতে কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের হাতে এই গাড়িটি তুলে দেওয়া হয়। দু-এক দিনের মধ্যেই এই পরিষেবা চালু হতে চলেছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, আগামিদিনে চাহিদার কথা মাথায় রেখে গাড়ির সংখ্যা আরও বাড়তে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy