কমিশনের ‘স্বচ্ছতা’ প্রমাণে লাইভ হোক বৈঠক! দিল্লিতে গিয়ে ১০ সাংসদের মাধ্যমে বড় চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক

দিল্লিতে নির্বাচন কমিশনের (ইসি) অফিসে আজ, শুক্রবার, তৃণমূলের ১০ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল যাচ্ছেন। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রতিনিধি দল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে রাজ্যের এসআইআর (Special Intensive Revision of Electoral Rolls) প্রক্রিয়া নিয়ে একাধিক গুরুতর অভিযোগ প্রমাণ-সহ তুলে ধরবেন।

সূত্রের খবর, আজ বেলা এগারোটা নাগাদ এই বৈঠক হওয়ার কথা। তবে কমিশনের পক্ষ থেকে ১০ জনকেই বৈঠকে বসার অনুমতি দেওয়া হবে কিনা, সে বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

এর আগে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন মঙ্গলবার ১০ জন সাংসদের নাম উল্লেখ করে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন। প্রতিনিধি দলে থাকছেন শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, মমতা ঠাকুর, মহুয়া মৈত্র, সাকেত গোখলে, প্রকাশচিক বরাইক এবং ডেরেক ও’ব্রায়েন নিজে।

অভিষেকের ‘লাইভ টেলিকাস্ট’ চ্যালেঞ্জ:

এই বৈঠকের আগেই কমিশনকে নতুন করে কড়া চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট নির্দেশ, এসআইআর যদি স্বচ্ছ্বভাবে পরিচালিত হয়ে থাকে, তবে নির্বাচন কমিশনকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তৃণমূল সাংসদদের সব প্রশ্নের জবাব দিতে হবে। তিনি সামাজিক মাধ্যমে দাবি করেন, তৃণমূল সাংসদদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকটি লাইভ টেলিকাস্ট করা হোক।

অভিষেক আরও বলেন, “আমাদের সাংসদরা মানুষের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি। মুখ্য নির্বাচন কমিশনার বা অন্য কমিশনারদের মতো নয়, যাঁদের হাত সরকারের হাতে বাঁধা। বেছে বেছে বৈঠকের কিছু অংশ ফাঁস করা হবে যাতে বোঝানো হবে কমিশন খুব স্বচ্ছ্ব, সেসব চলবে না।”

বিএলও মৃত্যু ও অভিযোগ:

সাম্প্রতিক সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দু-দু’বার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে এসআইআর প্রক্রিয়া স্থগিতের অনুরোধ জানান। তাঁর অভিযোগ ছিল, এই প্রক্রিয়া ‘পরিকল্পনাহীন’ ভাবে চালানো হচ্ছে। তিনি চিঠিতে রাজ্যের তিন জন বুথ লেভেল অফিসার (বিএলও)-এর মৃত্যুর প্রসঙ্গ টেনে আনেন এবং তৃণমূলের অভিযোগ—এসআইআরের কাজের অতিরিক্ত চাপেই এমন ঘটনা ঘটছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে সেই বিএলওদের ‘সুইসাইড নোট’ও নিয়ে যেতে নির্দেশ দিয়েছেন, যাঁরা কমিশনকে দায়ী করে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। পাশাপাশি, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গত ২০ দিনে তৃণমূল যে অভিযোগগুলি জানিয়েছে, সেগুলির উপর কমিশন কেন পদক্ষেপ করেনি, সেই জবাব চাওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy