কনভয় থামিয়ে হঠাৎ মা ক্যান্টিনে মুখ্যমন্ত্রী! পরিবেশকের ভূমিকায় মমতা, নিজের হাতে অন্ন তুলে দিলেন দুঃস্থদের মুখে

প্রশাসনিক ব্যস্ততার মাঝেও সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের কোনও সুযোগ হাতছাড়া করেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে ফের সেই পরিচিত ‘জনদরদি’ মেজাজে দেখা গেল তাঁকে। নবান্ন যাওয়ার পথে হঠাৎ কনভয় থামিয়ে কলকাতার একটি ‘মা ক্যান্টিনে’ ঢুকে পড়লেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি, নিজের হাতে তাঁদের পাতে খাবারও তুলে দিলেন তিনি।

আকস্মিক পরিদর্শন ও শোরগোল: এদিন দুপুরে কোনও পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই মুখ্যমন্ত্রীর কনভয়টি হঠাতই একটি মা ক্যান্টিনের সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে সরাসরি ভেতরে ঢুকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক প্রধানকে এভাবে হুট করে হাতের নাগালে পেয়ে ক্যান্টিনে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক শোরগোল পড়ে যায়।

খাবারের মান যাচাই ও পরিবেশন: ক্যান্টিনে ঢুকেই মুখ্যমন্ত্রী সেখানকার খাবারের গুণমান এবং পরিষেবা সম্পর্কে কর্মীদের কাছ থেকে খোঁজখবর নেন। এরপর তিনি নিজেই বড় ডেকচি থেকে গরম ভাত ও তরকারি থালায় সাজিয়ে ক্ষুধার্ত মানুষের হাতে তুলে দেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে এভাবে সাধারণ মানুষের মতো খাবার পরিবেশন করতে দেখে আপ্লুত হন সেখানে উপস্থিত দিনমজুর ও দুঃস্থ মানুষরা।

অশীতিপরদের আশীর্বাদ ও জনসংযোগ: খাবার পরিবেশনের ফাঁকেই ক্যান্টিনে আসা বৃদ্ধ-বৃদ্ধাদের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁদের অভাব-অভিযোগের কথা ধৈর্য ধরে শোনেন। প্রিয় দিদিকে এত কাছে পেয়ে প্রবীণরা দু’হাত ভরে তাঁকে আশীর্বাদ করেন।

রাজনৈতিক গুরুত্ব: রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনের পর থেকে মুখ্যমন্ত্রী জনসংযোগে নতুন করে জোর দিয়েছেন। ৫ টাকায় ডিম-ভাতের এই ‘মা ক্যান্টিন’ প্রকল্পটি তাঁর অত্যন্ত প্রিয়। এদিনের সফরের মাধ্যমে তিনি পরোক্ষে এই বার্তাই দিলেন যে, সরকারি প্রকল্পগুলি ঠিকমতো কাজ করছে কি না, সেদিকে তাঁর তীক্ষ্ণ নজর রয়েছে।

তৃণমূলের প্রতিক্রিয়া: তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই ‘মানুষের মুখ্যমন্ত্রী’। আজকের এই সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়া এবং তাঁদের মুখে অন্ন তুলে দেওয়া তাঁর সেই দীর্ঘকালীন সংগ্রামেরই প্রতিফলন। ইতিমিধ্যেই এই ঘটনার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy