ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় সংশোধন (SIR) পর্ব চলাকালীন বুথ লেভেল অফিসারদের (BLO) উপর অত্যাধিক কাজের চাপ এবং বিভিন্ন স্থানে ‘আত্মহত্যার’ অভিযোগ নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এসআইআর মামলার শুনানিতে এই অভিযোগ মান্যতা পেল।
আদালতের কড়া পর্যবেক্ষণ ও নির্দেশ:
প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ অনুযায়ী, এসআইআর-এর কাজ করতে গিয়ে BLO-দের একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই সমস্যা লাঘবে আদালত রাজ্য সরকারগুলোকে কড়া নির্দেশ দিয়েছে:
অতিরিক্ত কর্মী নিয়োগ: প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, যদি BLO–রা অতিরিক্ত কাজের চাপে থাকেন, তাহলে রাজ্য সরকারেরই কর্তব্য তাঁদের সাহায্য করার। কমিশনকে সাহায্য করার জন্য রাজ্যগুলো আলোচনা করে অতিরিক্ত কর্মী নিয়োগ করতে পারে। আদালত জানিয়েছে, এতে BLO-দের কাজের সময় কমবে এবং চাপ লাঘব হবে।
অব্যাহতি ও বিকল্প ব্যবস্থা: যেসব BLO-দের নির্দিষ্ট কারণ রয়েছে এবং যাঁরা এই দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন, তাঁরা রাজ্য সরকারের কাছে আবেদন জানাতে পারেন। এটি ‘কেস টু কেস’ ভিত্তিতে বিবেচ্য হবে এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।
আইনি বাধ্যবাধকতা: আদালত জোর দিয়ে বলেছে, বিকল্প কর্মীর ব্যবস্থা না করে রাজ্য যেন এই ধরনের সিদ্ধান্ত না নেয়। কারণ আইনি বাধ্যবাধকতার কারণে এসআইআর-এর কাজের জন্য রাজ্যকে নির্বাচন কমিশনের কাজে যথেষ্ট লোকবল নিশ্চিত করতেই হবে।
ক্ষতিপূরণের আবেদন: একাধিক জায়গায় কাজের চাপে BLO-দের আত্মহত্যার অভিযোগ এবং পরিবারের তরফ থেকে আর্থিক ক্ষতিপূরণের দাবির বিষয়ে আদালত জানায়, এ ধরনের ক্ষতিপূরণের জন্য আবেদন পরবর্তী পর্যায়েও দাখিল করা যেতে পারে।