“এটা কি সাবোটাজ?” নেতাজি ইন্ডোরে মাইক বিভ্রাটে অগ্নিশর্মা মমতা, পুলিশকেও তুললেন কাঠগড়ায়

কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের বুথস্তরের এজেন্টদের (BLA) নিয়ে আয়োজিত মেগা সভা উত্তপ্ত হয়ে উঠল তৃণমূল নেত্রীর ক্ষোভে। বক্তব্য চলাকালীন আচমকা মাইকে যান্ত্রিক বিভ্রাট দেখা দিলে মেজাজ হারান মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি প্রশ্ন তোলেন, “এটা সাবোটাজ হচ্ছে না তো?” সাউন্ড সিস্টেমের ত্রুটি নিয়ে পুলিশ ও প্রশাসনিক কর্তাদের চরম ভর্ৎসনা করেন তিনি।

তবে শুধু মাইক বিভ্রাট নয়, ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধংদেহী মেজাজে ধরা দেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, খসড়া তালিকা থেকে ইতিমধ্যেই ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে এবং আরও দেড় কোটি নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। ভোটার কার্ডের নম্বর ও বানানের অসঙ্গতি নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ তুলে তিনি বলেন, “গুজরাটের লোকেরা এসে বাংলায় ভোট করবে নাকি? সব কিছুর একটা লিমিট থাকে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘অপদার্থ’ বলে আক্রমণ করে তিনি দাবি করেন, দেশে স্বৈরাচারী শাসন চলছে এবং নির্বাচন কমিশনকে প্রভাবিত করা হচ্ছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় এক ইঞ্চি জমিও যে বিজেপিকে ছাড়বেন না, তা এদিন স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy