একগুচ্ছ নতুন সিরিজ নিয়ে ‘প্ল্যাটফর্ম এইট’-এর চমক, হরনাথের ‘ইচ্ছেপূরণ’ থেকে তনুশ্রীর রহস্য-সন্ধান

 

দর্শকদের জন্য একগুচ্ছ নতুন ও ভিন্ন স্বাদের ওয়েব সিরিজ নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম এইট (Platform 8)। রহস্য, রোম্যান্স এবং গ্রাম্য জীবনের বাস্তবতার মিশেলে এই তালিকায় রয়েছে হরনাথ চক্রবর্তীর ‘ইচ্ছেপূরণ’, সুশোভন দাসের ‘নিশীথ সেন’, অরিজিৎ টোটন চক্রবর্তীর ‘স্বর্গরথ সরগরম’, রাহুল মুখোপাধ্যায়ের ‘খানিকটা প্রেমের মতন’, এবং সিআইডি অফিসারের ভূমিকায় তনুশ্রী চক্রবর্তী অভিনীত ‘মরালি’। এছাড়াও আসছে ‘পাতাল ঝড়’ ও ‘অমর’।

রহস্যময় ‘নিশীথ সেন’: অস্তিত্বহীন সত্তার নজর!

সুশোভন দাস পরিচালিত ‘নিশীথ সেন’ সিরিজের কেন্দ্রে রয়েছে বৃষ্টি নামের একটি মেয়ে। বাবার বদলির চাকরির কারণে প্রায়ই তাকে স্কুল বদলাতে হয়। কাজের চাপে পরিবারকে সময় দিতে পারেন না বাবা ইন্দ্র। এমন পরিস্থিতিতে বৃষ্টি অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হতে শুরু করে। বারবার তার জীবনে উঠে আসে এক রহস্যময় নাম: নিশীথ সেন। প্রথমে গুরুত্ব না দিলেও, ধীরে ধীরে বৃষ্টির মনে হতে থাকে, যেন কোনো অদৃশ্য সত্তা সর্বক্ষণ তার উপর নজর রাখছে। প্রতিবেশী প্যারা-সাইকোলজিস্ট ইরা মিত্রের সাহায্যে শুরু হয় অনুসন্ধান। জানা যায়, নিশীথ সেন নামের কারও অস্তিত্বই নেই! আতঙ্কিত ইন্দ্র একসময় জানতে পারে, নিশীথ সেন অনেক দিন আগেই তার চোখের সামনে মারা গিয়েছে। আবার ইরা জানতে পারে, বৃষ্টি ভুগছে এক জটিল সমস্যায়। ফাহিম মির্জা, অঙ্কিতা মাঝি, বিয়াস ধর অভিনীত এই সিরিজটি মুক্তি পাবে আগামী ২ জানুয়ারি।

গয়না বেচে শববাহী গাড়ি কিনল বলহরি: ‘স্বর্গরথ সরগরম’

অরিজিৎ টোটন চক্রবর্তী পরিচালিত সাত পর্বের সিরিজ ‘স্বর্গরথ সরগরম’-এর কেন্দ্রে রয়েছে বলহরি। লকডাউনে কাজ হারানোর পর সংসার চালাতে সে স্ত্রীর গয়না বিক্রি করে শহর থেকে একটি শববাহী গাড়ি কিনে আনে। এটিই তার ‘স্বর্গরথ’। এই গাড়ি গ্রামে আসতেই শুরু হয় ধুন্ধুমার কাণ্ড। গ্রামের মানুষ দ্বিধাবিভক্ত—একদল এটিকে দুর্ভাগ্যের প্রতীক বলে মনে করে, তো অন্যদল একে পরিবর্তন ও অগ্রগতির দূত। লোকনাথ দে, দুর্বার শর্মা অভিনীত এই সিরিজে রয়েছে গ্রামীণ জীবনের কঠিন বাস্তবতা, মজা ও আবেগের মিশ্রণ।

বিচ্ছেদের পর জোড়া লাগানোর খেলা: ‘খানিকটা প্রেমের মতন’

রাহুল মুখোপাধ্যায়ের সাত পর্বের সিরিজ ‘খানিকটা প্রেমের মতন’-এর গল্প শুরু হয় উজান ও মোহনার প্রেম দিয়ে। দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে তারা উপলব্ধি করে যে তারা একে অপরের জন্য সঠিক নয় এবং তাদের বিচ্ছেদ হয়। তবে তাদের ব্রেক আপের পর মোহনার বান্ধবী শ্রেয়া ও উজানের দাদা প্রিয়ম একে অপরের প্রেমে পড়ে। নিজেদের সম্পর্ক শুরু হওয়ার পাশাপাশি তারা দু’জন মজার ছলে উঠে পড়ে লাগে উজান ও মোহনার ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে। মেঘা চৌধুরী, আভেরী সিংহ রায়, দুর্বার শর্মা প্রমুখ এই সিরিজে অভিনয় করেছেন।

জাদু পাথরের সাহায্যে ভাগ্যবদল: ‘ইচ্ছেপূরণ’

হরনাথ চক্রবর্তীর পরিচালনায় আসছে ইমন চক্রবর্তীর গল্প নিয়ে তৈরি সিরিজ ‘ইচ্ছেপূরণ’। জীবন বিমা সংস্থার এজেন্ট অপূর্ব (দেবরাজ ভট্টাচার্য) যখন সংসার চালাতে হিমশিম খাচ্ছে, তখনই হঠাতই তার হাতে চলে আসে এক জাদু পাথর। সেই পাথরের সাহায্যে রাতারাতি পাল্টে যায় অপূর্বর আর্থিক ও সামাজিক পরিস্থিতি। স্ত্রী অপর্ণা (ঈশানী সেনগুপ্ত) তার আচার-ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করে। সাধ ও সাধপূরণের এই গল্প সাতটি পর্বে দেখা যাবে।

তনুশ্রীর নেতৃত্বে নারী পাচার চক্রের পর্দাফাঁস: ‘মরালি’

শৌভিক মণ্ডল পরিচালিত রহস্য সিরিজ ‘মরালি’-তে সিআইডি অফিসার পরমার চরিত্রে অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী। বীরভূমের দরিদ্র ঠিকাকর্মী তাপস বাউরির মেয়ে মরালি রহস্যজনকভাবে নিরুদ্দেশ হলে, পরমা তদন্তে নামে। ধীরে ধীরে উন্মোচিত হয় নারী পাচার চক্রের রহস্য। এই সিরিজে এক রূপান্তরকামী নৃত্যশিল্পীর চরিত্রে অভিনয় করে চমক দিতে চলেছেন সপ্তর্ষি মৌলিক। এছাড়াও তালিকায় আছে ‘পাতাল ঝড়’ এবং ‘অমর’-এর মতো আরও দু’টি সিরিজ, যার গল্প দ্রুতই প্রকাশ করা হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy