সম্প্রতি চেন্নাইয়ে একের পর এক পরিচিত ব্যক্তির বাড়ি ও অফিসে বোমা হামলার ভুয়ো হুমকি আসার ঘটনায় শহরে চরম আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার এই তালিকায় যুক্ত হলো উপ-রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের বাসভবন। ইমেলের মাধ্যমে তাঁর বাসভবনে বোমা হামলার হুমকি পাঠানো হয়।
তামিলনাড়ু ডিজিপি অফিসে এই হুমকি বার্তার খবর পৌঁছাতেই পুলিশ ও বম্ব স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে যায়। দীর্ঘ চিরুনি তল্লাশির পর পুলিশ নিশ্চিত করে যে, তাঁর বাড়িতে কোনো বিস্ফোরক নেই। পরে পুলিশ নিশ্চিত করে, এই হুমকি বার্তা ছিল ভুয়ো।
পরপর হুমকি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
চেন্নাইয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে একাধিক বিশিষ্ট ব্যক্তির বাড়িতে একই ধরনের হুমকি আসার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে:
সুরসম্রাট ইলইয়ারাজা: এর আগে মঙ্গলবার, সুরসম্রাট ইলইয়ারাজার স্টুডিওতেও একই ধরনের হুমকি আসে। পুলিশ এবং বোমা নিষ্কাশন দল পুরো স্টুডিও ও আশেপাশের এলাকা তল্লাশি করে কোনো বিস্ফোরক পায়নি।
অভিনেতা বিজয়: গত সপ্তাহে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের নীলাঙ্গরাই বাড়ির উদ্দেশ্যে ফোন কলের মাধ্যমে হুমকি আসে। কলকারী হুঁশিয়ারি দিয়েছিল, ভবিষ্যতে বিজয় জনসভা করলে তাঁর বাড়িতে বোমা রাখা হবে। পুলিশ এটিকে পরে ভুয়ো বলে ঘোষণা করে। কলকারী কানিয়াকুমারির বাসিন্দা বলে অনুমান করা হয়।
পুলিশ জানিয়েছে, এখন সব হুমকির উৎস ও দায়িত্বশীল ব্যক্তিদের খোঁজ করা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। বিশেষ করে প্রখ্যাত ব্যক্তিদের বাড়ি ও অফিসে সতর্কতা অব্যাহত রয়েছে।