এক ছাদের তলায় সাংসদ থেকে মন্ত্রী! দুর্গাপুরে মেগা প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা

পশ্চিম বর্ধমান জেলার সামগ্রিক উন্নয়নে গতি আনতে সোমবার দুর্গাপুর মহকুমা শাসকের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। শিল্পাঞ্চল দুর্গাপুর ও আসানসোলের বিভিন্ন নাগরিক সমস্যা সমাধান এবং চলমান প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখতে এই উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, রাজ্যের পঞ্চায়েত ও কৃষিমন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক পুন্নাবাল্লাম এস, বিধায়ক হরেরাম সিংনরেন্দ্রনাথ চক্রবর্তী। এছাড়াও এডিডিএ (ADDA) চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় এবং মহকুমা শাসক সুমন বিশ্বাস-সহ বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা অংশ নেন।

বৈঠকে মূলত রাস্তাঘাট মেরামত, পানীয় জল সরবরাহ, নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শিল্পাঞ্চল এলাকার জনবহুল জায়গাগুলোতে পরিকাঠামোর উন্নয়ন এবং আবাসন সমস্যা মেটানোর ওপর জোর দেওয়া হয়েছে। জেলাশাসক নির্দেশ দিয়েছেন, যে সমস্ত সরকারি প্রকল্প বর্তমানে কাজ চলছে, সেগুলি যেন নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা হয়। সাংসদ ও বিধায়করাও স্থানীয় সমস্যার কথা বৈঠকে তুলে ধরেন, যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy