উমরাহ ভিসায় গিয়ে ভিক্ষাবৃত্তি! সৌদি-দুবাই থেকে বিতাড়িত হাজার হাজার পাকিস্তানি, বড় বিপদে ইসলামাবাদ

চরম অর্থনৈতিক সংকটে জেরবার পাকিস্তান এবার আন্তর্জাতিক স্তরে এক নজিরবিহীন বিড়ম্বনার মুখে। পর্যটন কিংবা ধর্মীয় উমরাহ ভিসা নিয়ে বিদেশের মাটিতে গিয়ে পেশাদারভাবে ভিক্ষাবৃত্তি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে পাকিস্তানি নাগরিকদের একাংশ। এই প্রবণতা রুখতে এবার কড়া অবস্থান নিয়েছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহি (UAE)।

এক বছরে ২৪,০০০ পাকিস্তানিকে বহিষ্কার পরিসংখ্যান বলছে, পাকিস্তানের এই ‘আন্তর্জাতিক ভিক্ষা সিন্ডিকেট’ এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সৌদি আরব: এ বছর ভিক্ষার অভিযোগে রেকর্ড ২৪,০০০ পাকিস্তানিকে দেশ থেকে বের করে দিয়েছে রিয়াদ।

সংযুক্ত আরব আমিরশাহি: দুবাই প্রায় ৬,০০০ জনকে ফেরত পাঠিয়েছে। এমনকি অপরাধমূলক কাজ বাড়ায় পাকিস্তানি নাগরিকদের ওপর কঠোর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরশাহি সরকার।

আজারবাইজান: আজারবাইজানও প্রায় ২,৫০০ জন পাকিস্তানি ভিখারিকে বহিষ্কার করেছে।

বিমানেই ৬৬ হাজার যাত্রীকে আটক!
পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (FIA) কঠোর পদক্ষেপ নিয়েছে। ২০২৫ সালের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন ভিক্ষাবৃত্তি ও অবৈধ অভিবাসন রুখতে পাকিস্তানের বিভিন্ন বিমানবন্দর থেকে ৬৬,১৫৪ জন যাত্রীকে প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এফআইএ-র ডিরেক্টর জেনারেল রিফাত মুখতার জানিয়েছেন, এই সংগঠিত নেটওয়ার্কগুলো বিশ্বের দরবারে পাকিস্তানের ভাবমূর্তিকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে।

মক্কা-মদিনায় তীর্থযাত্রীদের ‘বিরক্ত’ করছে ভিখারিরা
২০২৪ সালেই সৌদি আরব হুঁশিয়ারি দিয়েছিল যে, পাকিস্তান যদি উমরাহ ভিসার অপব্যবহার করে ভিখারি পাঠানো বন্ধ না করে, তবে আগামীতে হজ ও উমরাহ যাত্রীদের জন্য এর ফল ভালো হবে না। প্রখ্যাত আইনজীবী রাফিয়া জাকারিয়া ‘ডন’ পত্রিকায় লিখেছেন যে, পাকিস্তানে ভিক্ষাবৃত্তি এখন একটি সংগঠিত শিল্পে পরিণত হয়েছে। পাকিস্তানের বাজারের মতো এখন মক্কা ও মদিনার পবিত্র স্থানের বাইরেও এই ভিখারিরা বিদেশি তীর্থযাত্রীদের উত্ত্যক্ত করছে।

শুধু আরব নয়, নিশানায় ইউরোপ-আফ্রিকাও তদন্তে দেখা গিয়েছে, এই সিন্ডিকেটগুলো শুধু উপসাগরীয় দেশ নয়, বরং কম্বোডিয়া, থাইল্যান্ড এবং এমনকি ইউরোপ ও আফ্রিকার দেশগুলোতেও ট্যুরিস্ট ভিসার অপব্যবহার করে নেটওয়ার্ক ছড়িয়ে দিচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy