উন্নাও ধর্ষণ কাণ্ডে বিরাট মোড়! কুলদীপ সেঙ্গারের যাবজ্জীবনের সাজা স্থগিত করল দিল্লি হাইকোর্ট

২০১৭ সালের দেশ কাঁপানো উন্নাও ধর্ষণ কাণ্ডে বড়সড় আইনি স্বস্তি পেলেন বহিষ্কৃত বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গার। মঙ্গলবার দিল্লি হাইকোর্টের বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ ও বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের ডিভিশন বেঞ্চ সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ১৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত।

সাজা স্থগিত হলেও সেঙ্গারের জন্য একগুচ্ছ কড়া শর্ত আরোপ করেছে হাইকোর্ট। আদালত জানিয়েছে, জামিনে থাকাকালীন তাঁকে দিল্লিতেই অবস্থান করতে হবে এবং কোনোভাবেই নির্যাতিতার বাড়ির পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করা চলবে না। এছাড়াও তাঁকে নিজের পাসপোর্ট আদালতে জমা দিতে হবে এবং প্রতি সপ্তাহে স্থানীয় থানায় হাজিরা দিতে হবে। আদালতের স্পষ্ট নির্দেশ, নির্যাতিতার পরিবারকে কোনোভাবেই ভয় দেখানো বা প্রভাবিত করা যাবে না।

প্রসঙ্গত, ২০১৭ সালে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন এই প্রাক্তন বিধায়ক। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা ও পকসো (POCSO) আইনে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর উচ্চ আদালত সাজা স্থগিত করলেও শর্তের বেড়াজালেই থাকতে হচ্ছে সেঙ্গারকে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy