বড়দিনের আমেজ কাটতে না কাটতেই দক্ষিণবঙ্গ জুড়ে শীতের দাপট বাড়ার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর (IMD)। আগামী ২-৩ দিনে তাপমাত্রার পারদ আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ফলে বছরের শেষ কটা দিন হাড়কাঁপানো না হলেও, কনকনে ঠান্ডার আমেজ বজায় থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে।
কুয়াশার সতর্কতা: তাপমাত্রা কমার পাশাপাশি ভোর এবং সকালের দিকে ঘন কুয়াশার দাপট বাড়বে বলে জানানো হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া ও দুই মেদিনীপুর সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় দৃশ্যমানতা বা ভিজিবিলিটি অনেকটা কমে যেতে পারে। এর ফলে সড়ক পথে যান চলাচলের পাশাপাশি রেল ও বিমান পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে বা ভোরে হাইওয়েতে গাড়ি চালানোর সময় চালকদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের হালচাল: দক্ষিণবঙ্গে শীত বাড়লেও উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পং সংলগ্ন পাহাড়ি এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কুয়াশার চাদরে ঢাকা থাকবে ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকাও।
উপকূল ও মৎস্যজীবীদের জন্য বার্তা: আগামী কয়েকদিন সমুদ্র ও উপকূলবর্তী এলাকায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। যারা ইতিমধ্যেই সমুদ্রে গিয়েছেন, তাঁদেরও আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে দ্রুত ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।