উত্তরবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি, দক্ষিণে ঘন কুয়াশা! গাড়ি চালানোর আগে আবহাওয়া দপ্তরের এই সতর্কতা মানুন

বড়দিনের আমেজ কাটতে না কাটতেই দক্ষিণবঙ্গ জুড়ে শীতের দাপট বাড়ার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর (IMD)। আগামী ২-৩ দিনে তাপমাত্রার পারদ আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ফলে বছরের শেষ কটা দিন হাড়কাঁপানো না হলেও, কনকনে ঠান্ডার আমেজ বজায় থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে।

কুয়াশার সতর্কতা: তাপমাত্রা কমার পাশাপাশি ভোর এবং সকালের দিকে ঘন কুয়াশার দাপট বাড়বে বলে জানানো হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া ও দুই মেদিনীপুর সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় দৃশ্যমানতা বা ভিজিবিলিটি অনেকটা কমে যেতে পারে। এর ফলে সড়ক পথে যান চলাচলের পাশাপাশি রেল ও বিমান পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে বা ভোরে হাইওয়েতে গাড়ি চালানোর সময় চালকদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের হালচাল: দক্ষিণবঙ্গে শীত বাড়লেও উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পং সংলগ্ন পাহাড়ি এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কুয়াশার চাদরে ঢাকা থাকবে ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকাও।

উপকূল ও মৎস্যজীবীদের জন্য বার্তা: আগামী কয়েকদিন সমুদ্র ও উপকূলবর্তী এলাকায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। যারা ইতিমধ্যেই সমুদ্রে গিয়েছেন, তাঁদেরও আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে দ্রুত ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy