উড়ান শুরু নবি মুম্বই বিমানবন্দরের! ১৬৫০টি ফুটবল মাঠের সমান এই ‘মেগা প্রোজেক্টের’ ৫ অবাক করা তথ্য

মহারাষ্ট্রের মুকুটে যুক্ত হলো নতুন এক পালক। দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকে বাণিজ্যিক ভাবে পথ চলা শুরু করল নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর (NMIA)। এদিন সকালে বেঙ্গালুরু থেকে আসা ইন্ডিগোর একটি বিমান অবতরণের মাধ্যমে শুরু হয় পরিষেবা। রানওয়েতে প্রথাগত ‘ওয়াটার স্যালুট’-এর মাধ্যমে স্বাগত জানানো হয় প্রথম উড়ানটিকে।

এই বিমানবন্দরটি কেন ভারতের বিমান পরিবহণ ক্ষেত্রে গেম-চেঞ্জার হতে চলেছে, তার ৫টি প্রধান কারণ দেখে নিন:

বিশাল আয়তন: প্রায় ২,৮৬৬ একর জমির উপর বিস্তৃত এই বিমানবন্দরটি প্রায় ১,৬৫০টি ফুটবল মাঠের সমান! আয়তনের নিরিখে এটি দেশের অন্যতম বৃহৎ বিমানবন্দর প্রকল্প।

যাত্রী পরিবহণ ক্ষমতা: সবকটি ধাপের কাজ শেষ হলে এই বিমানবন্দর দিয়ে বছরে প্রায় ৯ কোটি যাত্রী যাতায়াত করতে পারবেন। এর ফলে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দরের ওপর চাপ অনেকটাই কমবে।

গ্রিনফিল্ড প্রজেক্ট: এটি একটি সম্পূর্ণ নতুন বা গ্রিনফিল্ড বিমানবন্দর। প্রথম ধাপেই প্রায় ১৯,৬৫০ কোটি টাকা খরচ করা হয়েছে এর পরিকাঠামো নির্মাণে।

পদ্ম-স্থাপত্য: টার্মিনালের নকশাটি ভারতের জাতীয় ফুল পদ্মের আদলে তৈরি। আধুনিকতা ও ঐতিহ্যের এক অপূর্ব মিশেল এই স্থাপত্য।

অর্থনৈতিক হাবে রূপান্তর: দুটি সমান্তরাল রানওয়ে ও আধুনিক কার্গো ব্যবস্থা থাকায় বাণিজ্য ও পর্যটনে বিশাল জোয়ার আসবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে সিডকো (CIDCO) এই বিমানবন্দরের পরিকল্পনা করলেও জমি জট ও নানা কারণে দেরি হয়। ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর শিলান্যাস করেন। বর্তমানে আদানি এয়ারপোর্টস হোল্ডিংস লিমিটেড এর পরিচালনার দায়িত্বে রয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy