ইন্ডিগো বিমান সংস্থার একাধিক ফ্লাইট বাতিলের জেরে যখন হাজার হাজার যাত্রী বিমানবন্দরগুলিতে আটকে পড়েছেন এবং সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারছেন না, ঠিক সেই সময় যাত্রীদের স্বস্তি দিতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। রেলওয়ে কর্তৃপক্ষ ৩৭টি প্রিমিয়াম ট্রেনে মোট ১১৬টি অতিরিক্ত কামরা সংযোজন করার ঘোষণা করেছে।রেল মন্ত্রক একটি বিবৃতি জারি করে জানিয়েছে, যে সব রুটে যাত্রীর চাহিদা বেশি, সেই সব রুটে ৬ ডিসেম্বর থেকে অতিরিক্ত চেয়ার কার এবং স্লিপার কোচ যুক্ত করা হয়েছে। এছাড়াও, যাত্রীদের ভিড় সামাল দিতে ৪টি বিশেষ ট্রেনও চালানো হচ্ছে।অতিরিক্ত কোচ সংযোজন: ডিভিশন ভিত্তিক তালিকামোট ১১৬টি অতিরিক্ত কামরা যুক্ত করা হয়েছে। এর মধ্যে কোন ডিভিশন সবচেয়ে বেশি সুবিধা দিয়েছে, তা নিচে দেওয়া হলো:দক্ষিণ রেল (Southern Railway): ১৮টি ট্রেনে কোচ যুক্ত করে সব ডিভিশনের মধ্যে শীর্ষে রয়েছে।উত্তর রেল (Northern Railway): আটটি ট্রেনে বাড়তি থার্ড এসি এবং চেয়ার কার কোচ যুক্ত করেছে।পশ্চিম রেল (Western Railway): চারটি ট্রেনে অতিরিক্ত থার্ড এসি এবং দুটি ট্রেনে ২ টায়ার কোচ জুড়েছে।পূর্ব রেল (Eastern Railway): বিহার-দিল্লি রুটে একটি ট্রেনে বাড়তি ২ এসি কোচ এবং আরও তিনটি ট্রেনে অতিরিক্ত স্লিপার ক্লাস কোচ যুক্ত করেছে।ইস্টকোস্ট রেল (East Coast Railway): ভুবনেশ্বর-নয়াদিল্লি রুটে একাধিক ট্রেনে বাড়তি ২ এসি কামরা জুড়েছে।নর্থইস্ট ফ্রন্টিয়ার রেল (Northeast Frontier Railway): দুটি গুরুত্বপূর্ণ ট্রেনে বাড়তি থার্ড এসি এবং স্লিপার কোচ জুড়েছে।৪টি স্পেশাল ট্রেন চালুযাত্রীদের ভিড় সামাল দিতে এবং দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য ৪টি বিশেষ ট্রেন চালু করা হয়েছে:ট্রেনের নাম ও নম্বররুটসময়সূচীস্পেশাল ট্রেন (০৫৫৯১/০৫৫৯২)গোরক্ষপুর – আনন্দ বিহার টার্মিনাস৭ এবং ৯ ডিসেম্বরবন্দে ভারত স্পেশাল (০২৪৩৯/০২৪৪০)নয়াদিল্লি – শহিদ ক্যাপ্টেন তুষার মহাজন (জম্মু ও দিল্লি রুটে)৬ ডিসেম্বরসুপারফাস্ট স্পেশাল (০৪০০২/০৪০০১)নয়াদিল্লি – মুম্বই সেন্ট্রাল – নয়াদিল্লি৬ এবং ৭ ডিসেম্বররিজার্ভড সুপারফাস্ট স্পেশাল (০৪০৮০)হজরত নিজামুদ্দিন – তিরুবনন্তপুরম সেন্ট্রাল৬ ডিসেম্বর
Home
OTHER NEWS
ইন্ডিগোর বিমান বাতিলের ধাক্কা সামলাতে রেলের মাস্টারস্ট্রোক! ৩৭টি প্রিমিয়াম ট্রেনে ১১৬টি বাড়তি কামরা, চলছে ৪টি স্পেশাল ট্রেনও