মুর্শিদাবাদের প্রান্তিক মানুষের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। মরণাপন্ন রোগীদের চিকিৎসার জন্য আর জঙ্গিপুর বা বহরমপুরে ছুটে যেতে হবে না। শিয়ালদহ শাখার শেষ প্রান্ত লালগোলার কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে চালু হলো অত্যাধুনিক হাই ডিপেন্ডেন্সি ইউনিট (HDU)। উল্লেখ্য, রাজ্যের মধ্যে এই প্রথম কোনো গ্রামীণ হাসপাতালে এই ধরণের উন্নত চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলা হলো।
জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমানের সংসদীয় তহবিলের অর্থায়নে এই ১০ শয্যার শীততাপ নিয়ন্ত্রিত ইউনিটটি তৈরি করা হয়েছে। প্রতিটি শয্যার সাথেই রয়েছে আধুনিক মনিটর এবং কেন্দ্রীয় অক্সিজেন পরিষেবা। সাংসদ খলিলুর রহমান ফিতে কেটে এই ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মোহাম্মদ আলী ও এসিএমওএইচ (ACMOH) সুদীপ কান্তি সরকার। মূলত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও মহকুমা হাসপাতালের ওপর রোগীর চাপ কমাতেই এই উদ্যোগ। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এখন থেকে কৃষ্ণপুরেই মিলবে ক্রিটিক্যাল কেয়ারের সুবিধা, যা সীমান্ত এলাকার হাজার হাজার মানুষের কাছে এক বিরাট আশীর্বাদ।