শীতের সন্ধ্যায় নিউ টাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। ইকো পার্কের ঠিক উল্টোদিকে ঘুনি বস্তিতে এই বিধ্বংসী আগুনের গ্রাসে চলে গিয়েছে শতাধিক ঝুপড়ি। আগুনের তীব্রতা এতই বেশি যে দূর থেকেও লেলিহান শিখা দেখা যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুনের মধ্যে থেকেই পরপর ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। একের পর এক ঝুপড়ি মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যাচ্ছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তবে আগুনের উৎস ও কারণ সম্পর্কে এখনও সঠিক কিছু জানা যায়নি। অন্ধকার আর ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।